Tuesday, November 4, 2025

থানায় আত্মঘাতী হামলা, নির্বাচনের আগে পাকিস্তানে মৃত ১০ পুলিশ কর্মী

Date:

মধ্যরাতে থানায় ঢুকে আত্মঘাতী জঙ্গী হামলায় পাকিস্তানে মৃত ১০ পুলিশ কর্মী। আহত কমপক্ষে ৬ জন। প্রায় দুমাসের ব্যবধানে ফের জঙ্গী নিশানায় পাক প্রশাসন। অন্যদিকে নির্বাচনের (general election) মাত্র তিনদিন আগে এই হামলা প্রশ্ন তুলছে সাধারণ মানুষের নিরাপত্তায় শাসকের ভূমিকা নিয়ে। এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি।

সোমবার রাত ৩টে নাগাদ পাকিস্তানের ডেরা ইসমাইল খান (Dera Ismail Khan) জেলার চৌধওয়ান (Chaudhwan) থানায় আত্মঘাতী হামলা চালায় জঙ্গীরা। পাক পুলিশ কর্তার দাবি, প্রথমে বাইরে থেকে স্নাইপারে হামলা চালায়। তারপর ভিতরে ঢুকে এসে গ্রেনেড হামলা চালায়। তার ফলে ১০ পুলিশ কর্মীর মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হন ৬ পুলিশকর্মী। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পাক প্রশাসন।

গত ২২ ডিসেম্বর এভাবেই সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএসআইএস (ISIS) সমর্থক জঙ্গিগোষ্ঠী। মর্মান্তিক মৃত্যু হয়েছিল ২৩ পাক সেনার। পাক প্রশাসনের সঙ্গে তালিবানদের সমঝোতার পর ছোট ছোট জঙ্গিগোষ্ঠীগুলি এভাবেই মাথাচাড়া দিয়ে উঠছে প্রতিবেশী দেশে। আর তাদের মূল লক্ষ্য হচ্ছে প্রশাসনের নিরাপত্তা। বৃহস্পতিবার যেখানে সাধারণ নির্বাচন সেখানে পুলিশই যদি নিরাপদ না থাকে, তাহলে কীভাবে সাধারণ মানুষ নির্ভয়ে বেরিয়ে এসে ভোট দেবেন উঠছে সেই প্রশ্ন।

ইতিমধ্যেই গত সপ্তাহে জঙ্গীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পাক রাজনৈতিক নেতার। তার মধ্যে একজন খাইবার পখতুমখোয়া প্রদেশ থেকে নির্বাচনে প্রার্থীও ছিলেন। হামলা চলে নির্বাচনী জনসভাতেও। মৃত্যু হয় সাধারণ মানুষের। আইএস গোষ্ঠী এই হামলার দায় স্বীকারও করেছে। তারপরেও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ পাক প্রশাসন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version