Thursday, August 28, 2025

মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৬, ভস্মীভূত ৬০ টি বাড়ি

Date:

ভয়াবহ বিস্ফোরণের জেরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক বাজি কারখানায় মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছে আরও ৩০ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ে। কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকার্যে কোমর বেঁধে নেমেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ ব্যপক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা সংলগ্ন আশপাশের এলাকা। বিস্ফোরণের জেরে আশেপাশের অন্তর ৬০ টি বাড়িতে আগুন ধরে যায় দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কোনও কারণে আগুন লেগেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের জেরে ৩০ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version