Thursday, August 28, 2025

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। আর তাতেই দেখা গিয়েছে গোটা দেশে জেল ও তাতে বন্দি রাখার জায়গার তুলনায় অনেক বেশি জেলবন্দি। মঙ্গলবার এই সত্যি আরও একবার মেনে নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। পাশাপাশি এই সমস্যা সমাধানে এমন পন্থার নিদান তিনি দিয়েছেন যাতে কেন্দ্র তাদের সমস্ত দায় রাজ্যের ওপরই ঠেলে দিয়েছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদে মন্ত্রী অজয় মিশ্র জানান ভারতের বন্দি রাখার সর্বমোট জায়গা ৪ লক্ষ ৩৬ হাজার ২৬৬ জন। সেখানে গোটা দেশে মোট বন্দি ৫ লক্ষ ৭৩ হাজার ২২০ জন। অর্থাৎ জায়গার থেকে ১৩১ শতাংশ বেশি। এই সংখ্যায় সামঞ্জস্য আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে ব্যবস্থা নিয়েছে সে বিষয়েও সাংসদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তাঁর দাবি বিচারাধীন বন্দি মুক্তি দেওয়ার জন্য জামিনের পথ খোলা রয়েছে ভারতে। কোনও বন্দি তাঁর অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ সাজার অর্ধেক বিচারাধীন হিসাবে জেলে থাকলে তিনি জামিন পেতে পারেন।

পাশাপাশি কেন্দ্র সরকার অনলাইনে সব জামিনের সব ধরনের সম্ভাবনার পথ তুলে ধরে সবার জন্য তা উন্মুক্ত করে রেখেছে বলেও দাবি মন্ত্রীর। যদিও সেই সব পদ্ধতি প্রয়োগ করে বিচারাধীন বন্দিদের আইনজীবীরা জামিনের জন্য লড়াই করেই থাকেন বা করেও ফলাফল জামিনের পক্ষে যে যায় না সেটা ভারতের জেলগুলির উপচে পড়া অবস্থা দেখেই বোঝা সম্ভব। এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় সংবিধান অনুযায়ী কারাগার ও সেখানকার বিচারাধীন বন্দির সব দ্বায়িত্ব রাজ্যগুলির। কারাগারগুলির প্রশাসন ও পরিচালনা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version