Monday, November 17, 2025

ভারতের জেলে জায়গার তুলনায় ১৩১ শতাংশ বেশি বন্দি, সমাধান জটিল

Date:

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত হয়েছে ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। আর তাতেই দেখা গিয়েছে গোটা দেশে জেল ও তাতে বন্দি রাখার জায়গার তুলনায় অনেক বেশি জেলবন্দি। মঙ্গলবার এই সত্যি আরও একবার মেনে নিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। পাশাপাশি এই সমস্যা সমাধানে এমন পন্থার নিদান তিনি দিয়েছেন যাতে কেন্দ্র তাদের সমস্ত দায় রাজ্যের ওপরই ঠেলে দিয়েছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নের জবাবে মঙ্গলবার সংসদে মন্ত্রী অজয় মিশ্র জানান ভারতের বন্দি রাখার সর্বমোট জায়গা ৪ লক্ষ ৩৬ হাজার ২৬৬ জন। সেখানে গোটা দেশে মোট বন্দি ৫ লক্ষ ৭৩ হাজার ২২০ জন। অর্থাৎ জায়গার থেকে ১৩১ শতাংশ বেশি। এই সংখ্যায় সামঞ্জস্য আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে ব্যবস্থা নিয়েছে সে বিষয়েও সাংসদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তাঁর দাবি বিচারাধীন বন্দি মুক্তি দেওয়ার জন্য জামিনের পথ খোলা রয়েছে ভারতে। কোনও বন্দি তাঁর অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ সাজার অর্ধেক বিচারাধীন হিসাবে জেলে থাকলে তিনি জামিন পেতে পারেন।

পাশাপাশি কেন্দ্র সরকার অনলাইনে সব জামিনের সব ধরনের সম্ভাবনার পথ তুলে ধরে সবার জন্য তা উন্মুক্ত করে রেখেছে বলেও দাবি মন্ত্রীর। যদিও সেই সব পদ্ধতি প্রয়োগ করে বিচারাধীন বন্দিদের আইনজীবীরা জামিনের জন্য লড়াই করেই থাকেন বা করেও ফলাফল জামিনের পক্ষে যে যায় না সেটা ভারতের জেলগুলির উপচে পড়া অবস্থা দেখেই বোঝা সম্ভব। এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন যে কোনও পরিস্থিতিতেই ভারতীয় সংবিধান অনুযায়ী কারাগার ও সেখানকার বিচারাধীন বন্দির সব দ্বায়িত্ব রাজ্যগুলির। কারাগারগুলির প্রশাসন ও পরিচালনা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দায়িত্ব।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version