ক্যানসার আক্রান্ত ব্রিটেনের রাজা! তৃতীয় চার্লসের আরোগ্য কামনা মোদির

সিংহাসনে বসার মাত্র ৬ মাসের মধ্যে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। হাসপাতালে শারীরিক পরীক্ষার সময় তাঁর শরীরে ক্যানসারের উপস্থিতির কথা জানতে পারেন চিকিৎসকরা। ক্যানসার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ব্রিটেনের রাজার দ্রুত আরোগ্য কামনা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে তিনি লেখেন, সমগ্র ভারতবাসীর সঙ্গে তিনিও রাজার সুস্বাস্থ্য কামনা করছেন। দ্রুত সেরে উঠবেন ব্রিটেনের রাজা।

সোমবার হঠাৎই জানা যায় ব্রিটেনের রাজার ক্যানসার আক্রান্ত হওয়ার খবর। বিবৃতি জারি করে এই তথ্য প্রকাশ্যে আনে বাকিংহাম প্যালেস। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, প্রস্টেট ক্যানসারে আক্রান্ত চার্লস। কিন্তু ব্রিটিশ রাজপরিবারের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর শরীরে ক্যানসারের বাসা বাঁধার ঘটনাটি ‘পৃথক সমস্যা’। তবে কোন ধরনের ক্যানসারে আক্রান্ত ব্রিটেনের রাজা, সে বিষয়ে কিছু বলা হয়নি বিবৃতিতে। তবে অসুস্থতার জন্য বর্তমানে চিকিৎসার আওতায় থাকবেন তৃতীয় চার্লস। এই সময়ের মধ্যে তিনি সাধারণের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস। তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি কাজের দায়িত্ব নিয়েছেন রানি ক্যামিলা। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে আলোচনায় বসবেন চার্লস নিজেই। এদিকে বাবার অসুস্থতার খবর পেয়ে আমেরিকা থেকে ব্রিটেনে যাচ্ছেন রাজপুত্র হ্যারি। বিবিসি সূত্রে খবর, দুই ছেলে উইলিয়াম ও হ্যারিকে নিজেই এই খবর জানিয়েছেন রাজা চার্লস। অসুস্থতা নিয়ে বাবার সঙ্গে কথাও বলেছেন ডিউক অফ সাসেক্স।