Sunday, November 16, 2025

কাশ্মীরে লস্কর সংগঠন পরিচালনা থেকে অস্ত্রপাচার, পুলিশের জালে প্রাক্তন সেনা

Date:

Share post:

ভারতীয় সেনা থেকে অবসরের পর কাশ্মীরে বসে জঙ্গি সংগঠন পরিচালনা থেকে সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের অভিযোগে দিল্লি রেল পুলিশের জালে এক লস্কর (Lashkar-e-taiba) জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে মোস্ট ওয়ান্টেড (most wanted) এই জঙ্গিকে দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তার থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড আটক করে তদন্ত শুরু হয়েছে। যাবতীয় তথ্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেবে দিল্লি রেল পুলিশ।

সম্প্রতি কাশ্মীরের কুপওয়ারাতে (Kupwara) একটি জঙ্গি হামলার ছক বানচাল করে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই হামলার পিছনে মূল মাথা ছিল প্রাক্তন ভারতীর সেনা রিয়াজ আহমেদ। কিন্তু নাশকতার পরিকল্পনা বানচাল করলেও রিয়াজকে ধরা সম্ভব হয়নি গোয়েন্দা বিভাগের পক্ষে। তবে গোয়েন্দারা তার ওপর হাই অ্যালার্ট (High alert) জারি করে। গোপন সূত্রে দিল্লি রেল স্টেশনে রিয়াজের পৌঁছানোর খবর পৌঁছায় গোয়েন্দাদের কাছে। সেই সূত্রেই দিল্লি রেল পুলিশ ৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে রিয়াজকে। সোমবার তার পরিচয় নিশ্চিত করা হয় গোয়েন্দা বিভাগের তরফে।

তবে কেন এই রিয়াজকে ধরতে এত তৎপরতা দেশের গোয়েন্দা বিভাগের। প্রাক্তন সেনা রিয়াজ ক্রমাগত লস্কর-এ-তৈবার জন্য সীমান্তে অস্ত্র পাচারের কাজ করত। এরপর দুই সঙ্গী খুরশিদ আহমেদ রাঠের ও গুলাম সারওয়ার রাঠেরকে সঙ্গে নিয়ে কুপওয়ারায় নাশকতার পরিকল্পনা করে। পরিকল্পনা সফল না হওয়ায় ডেরা বদল করে করে দেশেই বিভিন্ন শহরে আস্তানা গাড়ছিল রিয়াজ। সেখান থেকেই নতুন কোনও নাশকতার পরিকল্পনা ছিল, এমনটাও অনুমান গোয়েন্দাদের। রিয়াজের গ্রেফতারির ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে কাশ্মীরে লস্করের নতুন ঘাঁটি ও পরিকল্পনা সম্বন্ধে তদন্ত করা সহজ হবে বলেই অনুমান গোয়েন্দা বিভাগের।

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...