Sunday, November 16, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নজির গড়লেন রোহিত

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টপকে গেলেন বিরাট কোহলিকে। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৪ এবং দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন। এই রান করলেও রেকর্ড গড়েন ভারত অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রানের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করলেন রোহিত। এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে তাঁর রান ২২৪২ । সব মিলিয়ে তিনি রয়েছেন ১০ নম্বরে। ভারতীয়দের মধ্যে রোহিতের পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬টি ম্যাচে তাঁর রান ২২৩৫। তৃতীয় স্থানে চেতেশ্বর পুজারা। ৩৫ ম্যাচে তাঁর রান ১৭৬৯। অজিঙ্কে রাহানে রয়েছেন চতুর্থ স্থানে। ২৯ ম্যাচে তাঁর রান ১৫৮৯। যদিও এর আগে ভারতীয় মধ্যে রোহিতই এক নম্বরে ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে রোহিতকে টপকে গিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম দু’টি টেস্টে কোহলি খেলেননি। ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন। সে কারণেই রোহিতের সামনে টপকে যাওয়ার সুযোগ এসেছে।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফিরিয়েছে ভারত। সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...
Exit mobile version