Thursday, August 28, 2025

কুকুরের বিস্কুট দলীয় কর্মীর হাতে দিলেন রাহুল! ভিডিও নিয়ে জলঘোলা বিজেপির

Date:

লোকসভা ভোটের আগে বিরোধীদের তোলা দুর্নীতি থেকে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে জেরবার বিজেপি সরকার। সেই সাঁড়াশি চাপ সামলাতে মিডিয়া সেলই ভরসা কেন্দ্রের সরকারের। এবার মিডিয়া সেলের (media cell) টার্গেটে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে কুকুরের প্রত্যাখ্যান করা বিস্কুট দলীয় কর্মীর হাতে তুলে দিয়ে রাহুল গান্ধী কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহারের প্রমাণ বলে দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে উঠে এসেছে কংগ্রেস থেকে দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া হিমন্ত বিশ্বশর্মার নামও। যদিও বিজেপির প্রকাশিত ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি।

বর্তমানে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে ঝাড়খণ্ডে রয়েছেন রাহুল গান্ধী। সেখানকার একটি ভিডিও বিজেপি মুখপাত্র (spokesperson) অমিত মালব্য প্রকাশ করেন যেখানে দেখা গিয়েছে গাড়ির ওপরে একটি কুকুরকে তুলে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলেন রাহুল গান্ধী। কুকুরটি খেতে না চাওয়ায় সেটি সামনে দাঁড়ানো এক কংগ্রেস কর্মী যার সঙ্গে তিনি কথা বলছিলেন, তাঁর হাতে দিয়ে দেন। অমিত মালব্যর দাবি কুকুরের বিস্কুট কর্মীর হাতে তুলে দিয়ে রাহুল প্রমাণ করলেন কংগ্রেস কর্মীদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কিছুদিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের বুথকর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন। এবং কংগ্রেসের ‘বিলুপ্ত’ হয়ে যাওয়ার কারণ হিসাবে কর্মীদের সঙ্গে নেতৃত্বের এই ব্যবহারের যুক্তিই দেন তিনি।

অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে এই ভিডিওটিতে ট্যাগ (tag) করে লেখা হয় যখন তাঁকেও রাহুল গান্ধী নিজের কুকুরের প্লেট থেকে বিস্কুট খেতে দিয়েছিলেন। যদিও এই ভিডিও-তে রাহুল কর্মীকে বিস্কুট খেতে দিয়েছিলেন কী না, তা স্পষ্ট না। এই ট্যাগের উত্তরে বিশ্বশর্মা লেখেন, তিনি সেদিন কংগ্রেসের বিস্কুট ও দল দুটিই প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেসের জমানায় অসমের মন্ত্রী থাকাকালীন বিশ্বশর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version