Sunday, May 4, 2025

চুঁচুড়ায় অসুস্থ রোগীর বাড়িতে হানা, ইডির বিরুদ্ধে আদালতে যাচ্ছে পরিবার

Date:

সকালবেলা কলিং বেল বাজতেই দরজা খুলেছিলেন চুঁচুড়ার (Chunchura) ময়দাডাঙ্গার সাঁধুখা পরিবার Sandhukha Family)। বাড়ির কর্তা ক্যানসারে আক্রান্ত তাই প্রতিমুহূর্তে টেনশন কাজ করে পরিবারের সদস্যদের মনে। এর মাঝেই সকাল সাড়ে সাতটা নাগাদ ঘরের দরগোড়ায় হাজির ১০ জনের ইডি (ED) আধিকারিকের দল। কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা বললেন, অভিযোগের ভিত্তিতেই সন্দীপবাবুর বাড়ির তল্লাশি করতে হবে এবং জিজ্ঞাসাবাদেরও প্রয়োজন আছে। কীসের অভিযোগ? কেন জিজ্ঞাসাবাদ? মাথায় হাত সন্দীপ সাঁধুখার (Sandip Sandhukha) ছেলের। ক্যানসারে আক্রান্ত বাবা একেবারে শয্যাসায়ী। তিনি তো কোনও কিছুর সঙ্গে জড়িত নন, স্পষ্ট জানায় ছেলে। এরপর ইডি আধিকারিকরা তাঁদের ‘ভুল’ বুঝতে পারেন। কিন্তু ততক্ষণ সাঁধুখা পরিবারের যা সম্মানহানি হয়েছে তার কী হবে? “দুঃখিত” বলে চলে যান ইডি অফিসাররা। কেন্দ্রীয় এজেন্সির এহেন আচরণে চাঞ্চল্য চুঁচুড়া জুড়ে।

ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতন সরগরম হুগলির চুঁচুড়া শহর। মঙ্গলে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। আজ সকালে চুঁচুড়া স্টেশন সংলগ্ন ময়দাডাঙ্গার সন্দীপ সাধুঁখা নামক এক ব্যবসায়ী বাড়িতে হানা দেন তাঁরা। পরিবারের সদস্য শুভদীপ সাধুঁখা জানিয়েছেন সম্পূর্ণ ঠিকানা আর নাম না দেখেই তাদের বাড়িতে এসে গেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে বাড়ি ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যথেষ্ট অসম্মানজনক। একটা কেন্দ্রীয় সংস্থা কী ভাবে সম্পূর্ণ তথ্য না দেখে এভাবে সাধারণ মানুষকে হয়রান করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। সাধুঁখা পরিবার গোটা ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এবং আদালতে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version