Saturday, November 8, 2025

দেশে এগিয়ে বলেই বাংলাকে বঞ্চনা কেন্দ্রের! প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রীর

Date:

দেশের মধ্যে সব দিক থেকে এগিয়ে বাংলা। সেই কারণেই কেন্দ্রীয় বঞ্চনার শিকার। বুধবার, হাওড়ায় (Howrah) বিভিন্ন সরকারির প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে ৫৬টি নতুন বাসের (Bus) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এদিন সভা থেকে অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা-সহ একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রা্যের মন্ত্রীর ফিরহাদ হাকিম, সুজিত বসু, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস, পুলক রায়-সহ স্থানীয় বিধায়করা। হাওড়াকে প্রাচ্যের ম্যানচেস্টার বলে অভিহিত করে মমতা বলেন, আগের থেকে অনেক উন্নতি হয়েছে এই শিল্পনগরী। তবে, হাওড়ার জলসমস্যার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ৬ লক্ষ ৭৩ হাজার বাড়িতে জল পৌঁছে দেব। এরপরেই কেন্দ্রের প্রকল্পের রাজ্যের অংশীদারির কথা মনে করান মমতা। তাঁরা কথায়, রাজ্য খরচ করেছ ৭৫ ভাগ। প্রতিদিন জমি কিনতে হয় আমাকে, অথচ প্রচার করে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কথায়, মাছের তেলে মাছ ভাজছে কেন্দ্র।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দেশের মধ্যে এগিয়ে বাংলা। ঐক্যশ্রী থেকে স্টিল ইন্ডাস্ট্রিতে আমরা ১ নম্বর। আমার কন্যাশ্রীরা বিশ্বশ্রী হোক। মেধা বাড়াতে আমি মেধাশ্রী চালু করেছি। একটাই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা। আর এই কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। রাজন্যবাসীকে আশ্বস্ত করেম মুখ্যমন্ত্রী বলেন, আমি আপনাদের পাহারাদার। ধর্না চলছে। গরিব মানুষের বঞ্চনার প্রতিবাদই আমার লড়াই। লড়াই থেকেই আমার জন্ম। আমি আন্দোলন চালিয়ে যাব।

Related articles

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version