Thursday, November 20, 2025

কতটা ‘পরিপূর্ণ’ কাজল শেখ, প্রশ্ন তুললেন বিদায়ী জেলাশাসক

Date:

Share post:

বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত চরিত্র কাজল শেখ। যদিও সম্প্রতি বীরভূমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কারণ সতর্ক করেন বীরভূমের বর্তমান সভাধিপতি কাজল শেখকে। এবার তাঁর সভাধিপতি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নই তুলে দিলেন জেলার বিদায়ী জেলাশাসক বিধান রায়। যদিও কাজল শেখ ‘চেষ্টা’ ও ‘উৎসাহে’র মধ্যে দিয়ে পরিপূর্ণ হবেন বলে দাবি বিদায়ী জেলাশাসকের।

পঞ্চায়েত ভোটের পর বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। তবে দলের পক্ষ থেকে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ যায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি নিজের বাড়িতে বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বৈঠকে জেলার অন্যান্য নেতৃত্বকে যে দ্বায়িত্বভার দেওয়া হয় তার থেকে অনেক কম দ্বায়িত্ব পান কাজল শেখ। এমনকি জেলা সভাপতির অনুপস্থিতিতে যে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা থেকেও বাদ দেওয়া হয় কাজলকে। এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন দলের বেনিয়ম করা নেতাদের কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

দীর্ঘদিনের বীরভূমের জেলাশাসক বিধান রায়কে মঙ্গলবার বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখও। সেখানেই কাজল শেখের সরাসরি জেলা সভাধিপতি হওয়ার কথা উল্লেখ করেন জেলাশাসক। কাজল শেখ গত পঞ্চায়েত নির্বাচনেই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারেই জিতে জেলা সভাধিপতি হন। সেই পদাধিকারকে উল্লেখ করে জেলাশাসক বলেন, ‘আমরা সাধারণত বলি যে, একটা উঁচু অট্টালিকার চার তলা বা পাঁচ তলায় পৌঁছতে গেলে প্রথমে এক তলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তা হলে তিন-চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওঁর কাছে সেই অবসর ছিল না। তিনি একেবারেই সেই তিন তলা কিংবা চার তলায় উঠেছেন।’

যদিও তারপরেই তিনি উল্লেখ করেন সময় পেলে পরিপূর্ণ হয়ে উঠবেন কাজল শেখ। তবে শেখার ব্যাপারটি মেনে নিয়ে কাজল শেখের দাবি তিনি নিজেই জেলাশাসকের কাছে অনেক কিছু শিখছেন।

spot_img

Related articles

কমনওয়েলথে সোনা জয় থেকে বিহারের মন্ত্রী, লক্ষ্যভেদে সফল শ্রেয়সী

বৃহস্পতিবারই বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতীশ কুমার। মন্ত্রিসভা গঠনে চমক দিলেন নীতীশ। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ক্রীড়াবিদ শ্রেয়সী...

রাজধানীতে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আরও ৪

দিল্লিতে লালকেল্লার (Red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে যখন দেশ জুড়ে চলছে তল্লাশি অভিযান তখন সবচেয়ে...

স্বাস্থ্যসেবার গুণগত মানে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ অর্জন ডিসান হসপিটালের 

রোগীর যত্নে বিশ্বসেরা কলকাতার ডিসান হসপিটাল (Desun Hospital)। রোগী ভর্তি হওয়া থেকে তার ডিসচার্জ পর্যন্ত যেভাবে এই স্বাস্থ্য...

আদালতে যাওয়া সঠিক ছিল না: পরম-উপলব্ধিতে একসাথে কাজের বার্তা স্বরূপের

পরিবারের কেউ ভুল স্বীকার করে ফিরে এলে তাঁকে কাছে টেনে নিতে হয়- এই আপ্তবাক্য মেনে নিয়েই পরমব্রত চট্টোপাধ্যায়কে...