Saturday, January 24, 2026

কতটা ‘পরিপূর্ণ’ কাজল শেখ, প্রশ্ন তুললেন বিদায়ী জেলাশাসক

Date:

Share post:

বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত চরিত্র কাজল শেখ। যদিও সম্প্রতি বীরভূমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কারণ সতর্ক করেন বীরভূমের বর্তমান সভাধিপতি কাজল শেখকে। এবার তাঁর সভাধিপতি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নই তুলে দিলেন জেলার বিদায়ী জেলাশাসক বিধান রায়। যদিও কাজল শেখ ‘চেষ্টা’ ও ‘উৎসাহে’র মধ্যে দিয়ে পরিপূর্ণ হবেন বলে দাবি বিদায়ী জেলাশাসকের।

পঞ্চায়েত ভোটের পর বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। তবে দলের পক্ষ থেকে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ যায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি নিজের বাড়িতে বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বৈঠকে জেলার অন্যান্য নেতৃত্বকে যে দ্বায়িত্বভার দেওয়া হয় তার থেকে অনেক কম দ্বায়িত্ব পান কাজল শেখ। এমনকি জেলা সভাপতির অনুপস্থিতিতে যে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা থেকেও বাদ দেওয়া হয় কাজলকে। এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন দলের বেনিয়ম করা নেতাদের কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

দীর্ঘদিনের বীরভূমের জেলাশাসক বিধান রায়কে মঙ্গলবার বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখও। সেখানেই কাজল শেখের সরাসরি জেলা সভাধিপতি হওয়ার কথা উল্লেখ করেন জেলাশাসক। কাজল শেখ গত পঞ্চায়েত নির্বাচনেই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারেই জিতে জেলা সভাধিপতি হন। সেই পদাধিকারকে উল্লেখ করে জেলাশাসক বলেন, ‘আমরা সাধারণত বলি যে, একটা উঁচু অট্টালিকার চার তলা বা পাঁচ তলায় পৌঁছতে গেলে প্রথমে এক তলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তা হলে তিন-চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওঁর কাছে সেই অবসর ছিল না। তিনি একেবারেই সেই তিন তলা কিংবা চার তলায় উঠেছেন।’

যদিও তারপরেই তিনি উল্লেখ করেন সময় পেলে পরিপূর্ণ হয়ে উঠবেন কাজল শেখ। তবে শেখার ব্যাপারটি মেনে নিয়ে কাজল শেখের দাবি তিনি নিজেই জেলাশাসকের কাছে অনেক কিছু শিখছেন।

spot_img

Related articles

বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

নির্বাচনের ঠিক আগে দল ছেড়ে নতুন দল করলেন ভরতপুর বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তার যাবতীয়...

“অতল গহ্বরের কিনারায় বাংলাদেশ”! ‘ফ্যাসিস্ট’ ইউনূসকে দিল্লির ক্লাবের প্রথম অডিও বার্তায় তুলোধনা হাসিনার

সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে জানিয়েছিলেন তাঁর মা আর সক্রিয় রাজনীতিতে থাকছেন না। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই...

ঈশান ঝড়ের সঙ্গে বিশ্বকাপের আগে স্বস্তি ফেরালেন সূর্য, দাপুটে জয় ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০  ম্যাচে জয়  পেল ভারত(India)। ৭ উইকেটে জয় পেল ভারত। সিরিজে ২-০ ফলে এগিয়ে গেল...

বাংলার ভোটার তালিকায় ‘ঘুসপেটিয়া’ বিজেপি রাজ্যের মানুষ: প্রমাণ করল তৃণমূল

লোকসভা নির্বাচনে ভোটার তালিকায় যে কারচুপি করে বাংলায় লোকসভার আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছিল বিজেপি, সেই চক্রান্ত বাংলার...