Sunday, May 4, 2025

২৬/১১ মুম্বাই হামলার (Mumbai Attack) সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে মানুষের মনে। গেটওয়ে অব ইন্ডিয়ার (Gateway of India) কাছে তাজ হোটেল (Taj Hotel) থেকে শুরু করে শহরের হাসপাতাল, রেস্তোরাঁ, রেলস্টেশন এমনকি ধর্মীয় স্থান কিছুই বাদ যায়নি। নৃশংস এক হত্যালীলা চলেছিল শহরজুড়ে। সেই স্মৃতি উসকে ফের নতুন আতঙ্ক বানিজ্যনগরীতে। এবার গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে ঘুরতে দেখা গিয়েছে ভিনদেশি এক নৌকাকে (Boat)। সেই নৌকাতেও কয়েকজন সওয়ারি ছিলেন। নৌকার গতিবিধি রহস্যজনক দেখেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। ইতিমধ্যে ওই নৌকার ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে নৌকাটি কুয়েতের (Kuwait)।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গেটওয়ে অব ইন্ডিয়ার কাছে “আবদুল্লা শরিফ” নামের একটি সন্দেহজনক নৌকাকে ঘুরে বেড়াতে দেখা যায়। নৌকাটি দেখে সন্দেহ হওয়ায় সেটিকে আটক করে পুলিশ। তবে নৌকায় যে তিনজন ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, নৌকাটি কুয়েতের। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে আটক হওয়া নৌকায় ছিলেন মোট তিন জন। আরোহীরা প্রত্যেকেই তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বাসিন্দা। কিন্তু তাঁরা মুম্বই পৌঁছলেন কী করে? জবাবে তাঁরা যে কাহিনি শুনিয়েছেন পুলিশকে, তা শুনে চোখ কপালে পুলিশকর্তাদের।

পুলিশ সূত্রে খবর, ওই তিন ব্যক্তি একটি মৎস্য সংস্থায় কাজ করতেন। কিন্তু সেখানে কাজের পরিবেশ ছিল খুবই খারাপ। কিছু বলতে গেলেই জুটত মালিকের মারধর। তার উপর বেতনও হত না ঠিকমতো। ফলে অধৈর্য হয়ে পড়েছিলেন ভারত থেকে সেখানে কাজ করতে যাওয়া তিন মৎস্যজীবী। কর্মীরা যাতে পালিয়ে যেতে না পারেন সে জন্য মৎস্য সংস্থাটি সকলের পাসপোর্ট কেড়ে নিয়েছিল। সঙ্গে ছিল না টাকাপয়সাও। ফলে সাধ থাকলেও সাধ্য বিশেষ ছিল না। অনেক চিন্তা করে তাঁরা ঠিক করেন, মালিকের নৌকা নিয়েই পালাবেন দেশের দিকে। সেই অনুযায়ী, মালিকের খারাপ ব্যবহার থেকে মুক্তি পেতে কুয়েতের সংস্থা থেকে নৌকা চুরি করে তাঁরা ভেসে পড়েন পারস্য উপসাগরে, তারপর ভাসতে ভাসতে আরব সাগর। একটানা ১২ দিন আরব সাগরে ভেসে তাঁরা পৌঁছন মুম্বই উপকূলে। সেখানেই পুলিশ তাঁদের আটক করে। তবে এখনও পর্যন্ত এ মামলায় কোনও এফআইআর দায়ের করেনি পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া কুয়েতের নৌকাটিকে পুলিশ কোলাবায় তাজ হোটেলের কাছে আটক করে রাখা হয়েছে।

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version