Monday, November 3, 2025

‘ষড়যন্ত্রকে হারিয়ে শীঘ্রই ফিরবেন’! বিবাহবার্ষিকীর দিনে স্বামীর এক্স হ্যান্ডেলে পোস্ট হেমন্ত জায়ার

Date:

“খুব শীঘ্রই ষড়যন্ত্রকে হারিয়ে বাড়িতে ফিরে আসবেন তিনি”। বিবাহবার্ষিকীর (Anniversary) দিনে স্বামীর এক্স অ্যাকাউন্ট থেকে এমনই আবেগঘন পোস্ট ঝাড়খণ্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) স্ত্রী কল্পনা সোরেনের (Kalapana Soren)। বুধবার হেমন্তের এক্স হ্যান্ডলে কল্পনা লেখেন, ‘‘ঝাড়খণ্ডের অস্তিত্ব এবং পরিচয় রক্ষা করতে চান বলেই হেমন্তজি মাথানত করেননি। তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইকেই বেছে নিয়েছেন এবং নিজেকে উৎসর্গ করেছেন।’’

বুধবার ১৮তম বিবাহবার্ষিকী উদযাপনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিলেন হেমন্তের স্ত্রী কল্পনা। বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে কাটাতে না পারার যন্ত্রণা এদিন তাঁর পোস্টে স্পষ্ট। এদিন কল্পনা আরও লেখেন, ‘‘আজ আমাদের ১৮ তম বিবাহবার্ষিকী, কিন্তু হেমন্তজি পরিবারের সঙ্গে নেই। বাচ্চাদের সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, তিনি এই ষড়যন্ত্রকে হারিয়ে বিজয়ী হবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবেন। তিনি আরও লেখেন, আমি ঝাড়খণ্ডের এক জন সাহসী যোদ্ধার জীবনসঙ্গী। আজ আমি আর আবেগপ্রবণ হব না। হেমন্তজির মতোই আমি কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখব এবং তাঁর সাহস ও সংগ্রামের শক্তি হয়ে উঠব।’’

ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় গত ৩১ জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেএমএম নেতা। এদিকে বুধবার হেমন্তের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে গত সোমবারই নতুন ইনিংস শুরু করেছেন চম্পাই সোরেন। আর একের পর এক রাজনৈতিক পালাবদলের মাঝে হেমন্তের বিবাহবার্ষিকীতে তাঁর স্ত্রীর পোস্ট ঘিরে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version