প্রশ্ন জমা দিয়েও অধিবেশনে অনুপস্থিত বিধায়ক! ক্ষুব্ধ বিধানসভার স্পিকার

বিধানসভার অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের উপস্থিতি নিয়ে বরাবরই সরব বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এর আগেও বিধায়কদের অধিবেশনে গরহাজিরা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। ফের বাজেট অধিবেশন প্রশ্নও জমা দিয়েও বিধায়করা না আসায় ক্ষুব্ধ স্পিকার (Speaker)। তালিকায় বিরোধীদের পাশাপাশি শাসকদলের বিধায়করাও আছেন।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বারবার বলেন, বিধানসভার কাজ সুষ্ঠুভাবে চালাতে বিধায়কদের হাজিরা অত্যন্ত জরুরি। সংসদীয় ব্যবস্থায় বিধানসভার অধিবেশনে শাসক-বিরোধী দুপক্ষের উপস্থিতিই কাম্য। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে চলছে তৃণমূলের ধর্না। সেখানও মন্ত্রী-বিধায়কদের বিধানসভার অধিবেশনের সেরে যোগ দেওয়ার নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

তবে, অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত বিধায়কদের একাংশ৷ রয়েছেন শাসকদলের বিধায়কেরাও। এই ঘটনা ঘিরে আরও একবার উষ্মা প্রকাশ করেন স্পিকার। বলেন, “আমাকে বিধানসভা চালাতে হয়। মন্ত্রীরা প্রস্তুত হয়ে আসবেন। আর প্রশ্নকর্তা আসবেন না। এটা চলতে পারে না। এরকম করলে ২-৩দিন প্রশ্ন নেওয়া হবে না।”

Previous articleযাঁরা ভালো কাজ করেন তাঁরা যোগ্য সম্মান পান না: লোকসভার আগে নীতিনের মন্তব্যে জল্পনা
Next articleসিবিআই-এর পর ইডি! প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে ফের বাপ্পাদিত্যকে তলব