Friday, November 7, 2025

হাতে আর মাত্র একটা দিন। শেষমুহুর্তের ভোটের প্রস্তুতির মাঝেই পাকিস্তানে (Blast in Pakistan)ভয়ঙ্কর কাণ্ড। বালুচিস্তানে এক প্রার্থীর অফিসের সামনে পর পর বিস্ফোরণে মৃত ২২, লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা। বৃহস্পতিবারে পড়শি রাষ্ট্রে ভোটের (Election in Pakistan) আগে ব্যাক টু ব্যাক বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আর্থিক সংকট সহ জিনিসের মূল্যবৃদ্ধিতে নাকাল পাক ভূমি। গত কয়েক মাস ধরে পাকিস্তানে পর পর সন্ত্রাসী হামলা ও মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা গোটা বিশ্বজুড়ে। তারমাঝেই এই ভয়ঙ্কর কাণ্ড। পিশিনের খানোজাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। আসফান্দ ইয়ার খান কাকর (Asfand Yar Khan Kakar)নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। তিনি কার্যালয়ে না থাকায় প্রাণ রক্ষা হয়েছে বলেই মত তাঁর সমর্থকদের।

বিগত কয়েকমাসে বারবার শিরোনামে এসেছে পাকিস্তান। ইমরান খানের জেলবন্দি হওয়ার ঘটনায় বেশ প্রভাব পড়েছে সেদেশের ভোটে।কোর্টের নির্দেশে তিনি জেলবন্দি হতেই তাঁর সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। পাকিস্তানের শেষ সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদের ভোটে জিতেছেন ইমরান খান। এদিকে, চলতি বছরের ভোটে প্রার্থী হতে পারেননি ইমরান। পাশাপাশি তাঁর পার্টি তেহরিক এ ইনসাফ পাকিস্তানকে ব্যাট চিহ্ন ব্যবহার করতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছে পিএমএন এল নওয়াজ পার্টির বিরুদ্ধে। এর মাঝেই এই বিস্ফোরণের ঘটনায় এক গুচ্ছ প্রশ্ন জন্ম নিয়েছে। বালুচিস্তানের যে জায়গায় বিস্ফোরণ হয়েছে, সেখানে ১০ হাজার পুলিশ মোতায়েন ছিল। তারপরও কীভাবে বিস্ফোরণ হয় বাড়ছে ধোঁয়াশা। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় ৩০ জন গুরুতর জখম হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version