Saturday, January 10, 2026

সিবিআই-এর পর ইডি! প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে ফের বাপ্পাদিত্যকে তলব

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের সবসময় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। ফের প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে (Bappaditya Dasgupta) তলব করল ইডি (Enforcement Directorate)। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের নির্দেশ মতো নথিপত্র নিয়ে তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে হবে। মূলত প্রাথমিক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে ইডি সক্রিয় হয়েছে বলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে খবর। আর তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব ইডির। এর আগে ২৫ জানুয়ারি বাপ্পাকে তলব করে একদফা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই (CBI) আধিকারিকরা। তবে বারবার জিজ্ঞাসাবাদ করলেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলো কবে এই সমস্যার সুরাহা করবে তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। তবে এর মধ্যে বারবার সন্দেহের বশে রাজনৈতিক নেতা কর্মীদের হেনস্থার অভিযোগ উঠছে ইডি, সিবিআই-এর বিরুদ্ধে। সিবিআই –এর সমনের পর এবার ইডি কী জানতে চান বাপ্পাদিত্যের কাছে সেটাই দেখার।

এর আগে প্রাথমিক নিয়োগ মামলায় বাপ্পাদিত্যর বাড়িতে হানা দেয় সিবিআই। নিয়োগ সংক্রান্ত নথিপত্র বাজেয়াপ্ত হয়। এরপরই তাঁকে নিজেদের দফতরে তলব করে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১০০ পাতার নথি তাঁর বাড়ি থেকে উদ্ধার করে সেই সময় নিয়ে যান তদন্তকারীরা। সঙ্গে নাকি উদ্ধার হয় সুপারিশপত্র, অ্যাডমিট কার্ডও। তবে এই প্রথমবার বাপ্পাদিত্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন সেই মামলাতেই তলব করা হয়েছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। বৃহস্পতিবার তাঁকে নিজের আয়কর রির্টান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর ও আরও কিছু নথি নিয়ে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শুধু বাপ্পাদিত্যই নন, অন্যদিকে শুক্রবারই একশো দিনের মামলার তদন্তে মুর্শিদাবাদের বেলডাঙা ১ নং ব্লকের সুজাপুর-কুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন এক্সিকিউটিভ অ্যাসিন্ট্যান্ট রথীন্দ্র দে ও তাঁর বোন ইতি চট্টোপাধ্যায়কেও সকাল সাড়ে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। ইডির অভিযোগ, ১০০ দিনের কাজের টেন্ডার পেয়েছিলেন রথীন্দ্র দে-র বোন ইতি চট্টোপাধ্যায়। ১০০ দিনের কাজে ভুয়ো জবকার্ড ও আকাউন্ট তৈরি করে কোটি কোটি টাকার বেনিয়মের অভিযোগ তুলেছে ইডি। সেই সূত্রেই দুজনকে ডেকে পাঠানো হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...