Friday, November 7, 2025

ফের সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা! সরস্বতী পুজোর আগে বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগেই বিদায়ের পথে শীত (Winter)। ইতিমধ্যে বেড়েছে কলকাতা(Kolkata) সহ জেলাগুলির তাপমাত্রা (Temperature)। এমন আবহে আলিপুর (Alipore) হাওয়া অফিস জানাল, আগামী কয়েকদিন এমনই খামখেয়ালি আবহাওয়া থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও ঝলমলে রোদ উঠবে। তবে শীত আর জাঁকিয়ে বসবে না শহরে। তবে আবহাওয়ায় বড় বদল আসতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সরস্বতী পুজোর সময় রাজ্যে হালকা শীতের আমেজ বরাবরই থাকে। কিন্তু ততদিন শীত আদৌ স্থায়ী হবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

যদিও, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ধীরে-ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ ডিগ্রির আশপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১১-১২ ডিগ্রিতে নামতে পারে পারদ। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। তবে শীত থাকুর আর না থাকুক ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। এদিন ভোরবেলা থেকে আকাশ মুখ ঢেকেছে কুয়াশায়। এদিন বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সূর্য উঠলেও ততটা  দাপট কমেনি কুয়াশার। কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। তবে উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন হাওয়া অফিস জানিয়েছে অসম ও জম্মু কাশ্মীরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারের পর থেকে হাল্কা শীতের আমেজ পাওয়া যাবে কলকাতায়। তবে তা বেশিদিন টিকবে না। সোমবারের পর থেকে ফের তাপমাত্রা বাড়বে।

 

 

 

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...