Tuesday, November 4, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরই মধ্যে ভারতীয় সমর্থকদের প্রশ্ন তৃতীয় টেস্টে কি খেলবেন জাড্ডু? আর এবার এই নিয়ে নিজেই নিজের চোট নিয়ে আপডেট দিলেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জাদেজা। সেখানে রিহ্যাব করার একটি ছবি পোস্ট করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, ‘ভালো হয়ে উঠছি’। শুধু এদিনও নয়, গত ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জাদেজা। সেই ভিডিওতে দেখা যায়, মাঠের একদিক থেকে অন্য দিকে দৌড়ে বেড়াচ্ছিলেন তিনি। বেশ বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ সিরিজের বাকি ম্যাচ গুলোতে খেলতে মুখিয়ে রয়েছেন স্যর জাদেজা।

 

ভারত- ইংল্যান্ড প্রথম টেস্টে হ্যামস্ট্রিং-এ গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। সে কারণে ভাইজ্যাকে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। বর্তমানে তিনি রয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমির রিহ্যাব সেন্টারে।রিহ্যাব সেন্টার সম্মতি দিলে তবেই বাকি তিনটি টেস্ট খেলতে পারবেন জাদেজা। প্রথম টেস্ট ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন জাদেজা।প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি ৮৭ রান করে ভারতকে ১৯০ রানের লিড দিতে সাহায্য করেন। অন্যদিকে বল হাতে সর্বমোট পাঁচ উইকেট নেন তিনি। তবে সেই টেস্ট ম্যাচ দুর্ভাগ্যজনকভাবে ২৮ রানে পরাজিত হয় ভারত।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের না থাকার কথাতে খুশিতে ডগমগ ইংল্যান্ড ক্রিকেটার, কী বললেন তিনি?

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version