Friday, August 29, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে কি পরের দুই টেস্টে খেলবেন কোহলি? এল আপডেট

Date:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ছিলেন না বিরাট কোহলি । এখনও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম টেস্টের দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এরই মধ্যে সুত্রের খবর, ইংরেজদের বিরুদ্ধে পরের দুই টেস্টেও নেই তিনি। সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, রাজকোটে তৃতীয় ও রাঁচীতে চতুর্থ টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। ধোঁয়াশা রয়েছে দলের আরও দুই ক্রিকেটার ক্রিকেটার কে এল রাহুল, এবং রবীন্দ্র জাদেজার ফেরা নিয়েও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে ছিলেন না কোহলি। প্রথম টেস্টের আগে ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন সেই নিয়ে বোর্ড বা তিনি কিছু বলেননি। তবে জানা গিয়েছিলো, স্ত্রী অনুষ্কা শর্মা দ্বিতীয় বার সন্তানের জন্ম দিতে চলেছেন। সেই কারণেই অনুষ্কার সঙ্গে সময় কাটাচ্ছেন বিরাট।তবে মনে করা হচ্ছিলো তৃতীয় টেস্ট থেকে ফিরবেন তিনি। তবে এর মধ্যেই ওই সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইট জানিয়েছে, পরের দুই টেস্টেও বিরাটকে পাওয়া যাবে না। তিনি নাকি নির্বাচকদের সে কথা জানিয়ে দিয়েছেন। বিরাট খেলবেন কি না তা ঠিক ছিল না বলেই নাকি দল ঘোষণা করতে দেরি হচ্ছিল।

এদিকে প্রথম টেস্ট চলাকালীন পেশিতে টান ধরেছিল রাহুলের। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাদেজা। দ্বিতীয় টেস্টে খেলেননি তাঁরা। এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন দুই ক্রিকেটার। রিপোর্টে বলা হয়েছে, দুই ক্রিকেটারই প্রায় সুস্থ। তবে তাঁরা তৃতীয় টেস্টে খেলতে পারবেন কি না সেই বিষয়ে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকেরা এখও রিপোর্ট পাঠাননি বোর্ডের কাছে। সেই কারণে তাঁদের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- ইতিহাস গড়েও মন খারাপ বুমরাহ’র, কিন্তু কেন?

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version