Tuesday, August 26, 2025

নতুন বছরেও EMI-তে গুনতে হবে না বাড়তি সুদ! ষষ্ঠবার রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Date:

নতুন বছরের শুরুর দিকেই ফের সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার সাফ জানানো হয়েছে আপাতত ঋণের বোঝা বাড়ানো হচ্ছে না। এদিন রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হল। আর রেপো রেট অপরিবর্তিত থাকায় বাড়ছে না ঋণ ও ইএমআই-র (EMI) বোঝা। এই নিয়ে টানা ছয়বার রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই।

এদিন মনিটারি পলিসির কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, আর্থিক প্রবৃদ্ধির কথা মাথায় রেখেই রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যবৃদ্ধিও ৪ শতাংশের উপরে থাকবে। প্রতি ত্রৈমাসিকেই বৈঠকে বসে মনিটারি পলিসি কমিটি। এই কমিটির বৈঠকেই রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, খাদ্যপণ্যের দামে ওঠাপড়া মুদ্রাস্ফীতির উপর বড় প্রভাব ফেলেছে।

তবে রিজার্ভ ব্যাঙ্কের একটি সূত্র জানিয়েছে, দেশের খুচরো মুদ্রাস্ফীতিতে আংশিক লাগাম টানা সম্ভব হয়েছে। তবে সামগ্রিক মুদ্রাস্ফীতির হার লক্ষ্যমাত্রার তুলনায় এখনও অনেকটাই বেশি। পাশাপাশি এদিন আরবিআই গভর্নর জানান, ‘‘মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আমাদের প্রচেষ্টা জারি থাকবে। পাশাপাশি জিডিপি বৃদ্ধির সম্ভাব্য লক্ষ্যমাত্রা আগে ৬.৫ শতাংশ রাখা হলেও তা বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে বলেও জানান শক্তিকান্ত দাস। এদিকে রেপো রেট অপরিবর্তিত থাকায় প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারেও। দিনের শুরুতে সেনসেক্স সামান্য উপরে থাকলেও আরবিআই-এর ঘোষণার পর বড় পতনের মুখে সেনসেক্স ও নিফটি।

 

 

 

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version