১) বুধবারই আইসিসির টেস্ট র্যাঙ্কিং-এ শীর্ষে স্থান দখল করেন যশপ্রীত বুমরাহ। এই স্থান দখল করার পরই রেকর্ড গড়েন যশপ্রীত । তিনি একমাত্র বোলার যিনি কোনও না কোনও সময় ক্রিকেটের তিনটে ফরম্যাটেই শীর্ষস্থান দখল করেছেন।তবে এরপরও মন খারাপ বুমরাহ-এর। সোশ্যাল মিডিয়ায় মিলল তার ইঙ্গিত।

২) বেড়েই চলেছে রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়া বির্তক। কেন রোহিতকে অধিনায়ক থেকে সরানো হয়েছে সেই নিয়ে মুখ খুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার। সেই মন্তব্যের পরই পাল্টা মুখ খোলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদে। আর এতেই নাকি সমস্যা বাড়তে চলেছে হার্দিক পান্ডিয়ার। এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।


৩) এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনু্যায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মতন তৃতীয় এবং চতুর্থ টেস্ট ম্যাচে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে থাকবেন না তিনি। আর এতেই নাকি বেশ খুশি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন। যদিও কোহলির বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হুসেন। তবে বিরাটের না থাকায় ভারতের ব্যাটিং অর্ডারে বড়সড় ফাঁক দেখা দেবে, সেটিও জানিয়ে দিয়েছেন তিনি।

৪) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরই মধ্যে ভারতীয় সমর্থকদের প্রশ্ন তৃতীয় টেস্টে কি খেলবেন জাড্ডু? আর এবার এই নিয়ে নিজেই নিজের চোট নিয়ে আপডেট দিলেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বার্তা।


৫) রেফারিং নিয়ে এখনো ক্ষোভ যাচ্ছে না ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লোস কুয়াদ্রাতের। আইএসএলের প্রথম ডার্বি গিয়েছে গত ৩ ফেব্রুয়ারি। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্ত এখনো মেনে নিতে পারছেন না লাল-হলুদ কোচ। শনিবার নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের আগে ‘স্পষ্ট ভাষায়’ জানিয়ে দিলেন, রেফারিং ঠিক না হওয়ার কারণে বেশ কিছু ম্যাচে তিন পয়েন্ট পাননি তাঁরা।

আরও পড়ুন –Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
