Thursday, November 13, 2025

প্রথমবার ভারতীয় চিকিৎসা পদ্ধতিতেই ক্যান্সারমুক্তি সফলভাবে সম্ভব হল। একটি বিশেষ কোষ থেরাপির (T-cell therapy) মাধ্যমে ৬ রোগীর শরীর থেকে রক্ত ও বোনম্যারের (bone marrow) ক্যান্সার নির্মূল করা সম্ভব হল। পরীক্ষামূলক এই প্রয়োগ সফল হওয়ায় এবার বাণিজ্যিকভাবে কার-টি কোষ থেরাপি সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব হবে। বিদেশে যে চিকিৎসা করতে প্রায় ৪ কোটি টাকা খরচ হত, এবার সেই চিকিৎসাই ভারতে পাওয়া সম্ভব হবে ৪২ লক্ষ টাকায়, দাবি ক্যান্সার চিকিৎসা সংস্থার।

মূলত ক্যান্সারের সঙ্গে লড়তে পারা শ্বেত কণিকার একটি টি-কোষ শরীর থেকে বের করে আনা হয় এই প্রক্রিয়ায়। গবেষণাগারে সেই কোষকে ভাইরাল ভেক্টরের (viral vector) মাধ্যমে অ্যান্টিজেন প্রতিরোধে সক্ষম করে তোলা হয়। এর ফলে চিমেরিক অ্যান্টিজেন রিসেপটরটি (CAR) ক্যান্সার বহনকারী প্রোটিনকে সহজে সনাক্ত করতে সক্ষম হয়। গবেষণাগারে প্রসেসিংয়ের পর সেই টি-কোষ প্রয়োজন অনুযায়ী রোগীর শরীরে ইনজেক্ট করে দেওয়া হয়।

প্রাথমিকভাবে এই কোষ থেরাপি দ্বারা লিউকিমিয়া, লিম্ফোমা ইত্যাদি বি-কোষের ক্যান্সারের চিকিৎসা সম্ভব হবে। অ্যাপোলো ক্যান্সার সেন্টারে প্রথমবার ৬ ভারতীয়ের শরীরে এই চিকিৎসা সাফল্যের ইতিহাস তৈরি করেছে। ২০২৩ সালের অক্টোবরেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এই থেরাপির পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেয়। এরপরই বম্বে আইআইটি (IITB) ও টাটা মেমোরিয়াল হাসপাতাল যৌথ উদ্যোগে কাজ শুরু করে।

বর্তমানে দেশের ১০টি শহরের ৩০টি হাসপাতালে এই চিকিৎসা পাওয়া সম্ভব হবে। ১৫ বছর বা তার বেশি বয়সের রোগীদের চিকিৎসা দেওয়া যাবে এই পদ্ধতিতে। এর আগে বিদেশে এই পদ্ধতিতে চিকিৎসা পাওয়া সম্ভব ছিল। তবে তা ছিল অত্যন্ত ব্যয়সাপেক্ষ। খরচ হত প্রায় ৪ কোটি টাকা। এই পদ্ধতিতে চিকিৎসায় ভারতীয়দের খরচ হবে প্রায় ৪২ লক্ষ টাকা।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version