Tuesday, November 11, 2025

কেরলের বিরুদ্ধে বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলা । এদিন কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংক্ষ্যা ৮ উইকেট হারিয়ে ১৭২। বাংলার হয়ে লড়াই করেন অভিমন্যু ঈশ্বরণ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা।

দ্বিতীয় দিনে ৪ উইকেটে ২৬৫ রানে ব্যাট করতে নেমে কেরলের ইনিংস শেষ হয় ৩৬৩। ১২৪ রান করেন সচিন বেবি। ইনিংস সাজান ১২টি চার ও ১টি ছক্কা দিয়ে। অক্ষয় করেন ১০৬ রান। ২০ রান করেন বসিল থাম্পি। বাংলার হয়ে ৪ উইকেট নেন শাহবাজ আহমেদ। ৩ উইকেট নেন অঙ্কিত মিশ্র। একটি করে উইকেট নেন সুরজ সিন্ধু জসওয়াল, আকাশ দীপ এবং করণ লাল।

জবাবে ব্যাট করতে নেমে একের পর এক ধাক্কা খায় বঙ্গ ব্রিগেড। ব্যক্তিগত ৬ রানে ফিরে যান রনজ্যোত সিং খাইরা। ৪৩ রানে ১ উইকেট হারায় বাংলা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অভিমন্যু ইশ্বরণ ও সুদীপ ঘরামি। দুজন দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৪ রান। দলের রান যখন ১০৭, তখন ৯৩ বলে ৭২ রানে জলজের বলে আউট হন অভিমন্যু। সুদীপ করেন ৩৩ রান। ৬ রান করেন অধিনায়ক মনোজ তিওয়াড়ি। শূন্য রানে আউট হন অনুষ্টুপ মজুমদার। বাংলার হয়ে ক্রিজে রয়েছেন করণ লাল এবং সুরজ সিন্ধু জসওয়াল। ২৭ রানে অপরাজিত করণ। ৯ রানে অপরাজিত সুরজ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা। একটি উইকেট নেন নিধেশ।

আরও পড়ুন- অভিষেক ম্যাচে গোল ফেলিসিওর, নর্থইস্টের কাছে ৩-২ গোলে হার লাল-হলুদের



Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version