Tuesday, May 20, 2025

সন্দেশখালি ইস্যুতে অশান্তি পাকানোর চেষ্টা BJP-র, ‘হুমকি’র সুরে রাজ্যপালকে সময়সীমা শুভেন্দুর!

Date:

Share post:

রাজ্যের সার্বিক উন্নয়নমূলক বাজেট নিয়ে কোনও বিরোধিতা করতে না পেরে এখন সন্দেশখালি ইস্যু নিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে BJP। সন্দেশখালির ঘটনায় যথেষ্ট তৎপর পুলিশ (Police)। কোনও ভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না- বলে জানিয়ে দিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি, শাসকদলের পক্ষে থেকেও জানানো হয়েছে, যে আইন আইনের পথে চলবে। অন্যায় করলে তাঁর শাস্তি হবে। অথচ শনিবার, এই বিষয় নিয়েই বিধানসভায় গোলমাল পাকিয়ে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা। সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নেতৃত্বে রাজভবনে যান তাঁরা। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) কেরালায় গিয়েছেন। তাঁকেও রীতিমতো ‘হুমকি’র সুরে সময়সীমা বেঁধে দিয়ে এসেছেন শুভেন্দুরা।

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সেই বাজেট নিয়ে বিধানসভায় আলোচনার সময়ে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ। এর পাল্টা তৃণমূল বিধায়ককে কুরুচিকর আক্রমণ করেন শুভেন্দুও (Subhendu Adhikari)। অধিবশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুপক্ষকেই সতর্ক করেন।

এর কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াক আউট করে বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে সেই সংক্রান্ত স্মারকলিপি নিয়ে রাজভবনে যান। রাজ্যপাল রাজ্যের বাইরে থাকায় তাঁর দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। তার পর রাজভবনের সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রীতিমতো হুমকির সুরে শুভেন্দু বলেন, রাজ্যপালকে সন্দেশখালি যেতেই হবে। না হলে সোমবার থেকে তাঁরা রাজভবনের সিঁড়িতে বসে ধর্না দেবেন বলেও জানান বিরোধী দলনেতা।

 

আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সময় রাজভবনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল বিজেপি- অভিযোগ ছিল বিরোধীদের। তবে, সব বিষয়ে গেরুয়া শিবিরের তালে তাল মেলান না বর্তমান রাজ্যপাল আনন্দ বোস। উল্টে রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন। স্পষ্ট জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের পক্ষ। এই পরিস্থিতিতে এখন সন্দেশখালিকে ইস্যু করে অশান্তি ছড়ানো চেষ্টা করছে গেরুয়া শিবির। এমনকী, রাজ্যপালকেও সময়সীমা বেঁধে দিচ্ছে।

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...