Monday, May 19, 2025

রাজ্যের বাইরে থেকে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জারি বিজ্ঞপ্তি

Date:

এবার রাজ্যের বাইরে থেকে বাংলায় চিকিৎসা করতে আসা সব চিকিৎসকের রেজিস্ট্রেশন (registration) বাধ্যতামূলক করল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল (WBMC)। সেই সঙ্গে বেঁধে দেওয়া হল রেজিস্ট্রেশনের সময়সীমাও। চিকিৎসকদের পাশাপাশি ডাক্তারি পড়ুয়াদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল মেডিক্যাল কাউন্সিল।

বছরের প্রথমদিন থেকে রাজ্যের ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এবার আর শুধু বাংলার ডাক্তার নয়, রাজ্যের বাইরে থেকে আসা ডাক্তারদেরও সরকারি পোর্টালে নাম নথিভুক্তকরণ বাধ্যতামূলক করে দিল মেডিক্যাল কাউন্সিল। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের বাইরে থেকে আসা যে সব ডাক্তার রাজ্যের কোনও না কোনও প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা নিয়মিত (regular) বা পর্যায়ক্রমে (periodic) বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাইভেট প্র্যাকটিস (private practice) করেন তাঁদের রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন ছাড়া বাংলার বাইরে থেকে এসে বাংলায় চিকিৎসা করার ওপর জারি হল নিষেধাজ্ঞা।

এর পাশাপাশি যারা বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে কোনও মেডিক্যাল সংস্থায় ডাক্তারি পড়ছেন তাঁদেরও রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক করল ডব্লুবিএমসি (WBMC)। আগামী তিনমাসের মধ্যে সকলের রেজিস্ট্রেশনের সময়সীমাও বেঁধে দেওয়া হল। এর ফলে বাইরের রাজ্য থেকে কত সংখ্যক ডাক্তার বাংলার ভৌগোলিক সীমানার মধ্যে এসে উপার্যন করছেন, তার একটি বিস্তারিত হিসাব যেমন রাজ্যের কাছে থাকবে। তেমনই কত পড়ুয়া এই রাজ্যে ডাক্তারি পড়ার জন্য আসে তারও হিসাব থাকবে। পরবর্তীকালে ভিনরাজ্যের ডাক্তারদের কোনও সমস্যায় বা রোগী সংক্রান্ত সমস্যায় এই পোর্টাল ও রেজিস্ট্রেশন দেখে পদক্ষেপ নেওয়া রাজ্য সরকারের পক্ষে সহজ হবে।

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...
Exit mobile version