গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের উদ্যোগে ১০ ফেব্রুয়ারি, শনিবার ফরচুন সিটি মধ্যমগ্রামে চালু হল জাফরানি চেইন রেস্টুরেন্টের নতুন শাখা। এর উদ্বোধন করেন মধ্যমগ্ৰাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ।
এখানে আছে নানান স্বাদের খাবার। বিরিয়ানি, তন্দুরি, চাইনিজ, মোগলাইয়ের পাশাপাশি চিকেন , মটনের নানান পদের স্বাদ এখন হাতের মুঠোয় ফরচুন সিটি মধ্যমগ্রামের আবাসিকদের।
এমনকী, সবই মিলবে ন্যায্য দামে। এদের সঙ্গে আমাদের গাঁটছড়া দীর্ঘদিনের। আমরাও খুশি এখানে জাফরানির আউটলেট খুলতে পেরে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিসের উদ্যোগে এই ফরচুন সিটিতেই ইমোহা পরিষেবা শুরু হয়। যার মাধ্যমে এখানকার প্রবীণ আবাসিকরা ঘরে বসেই যে কোনও চিকিৎসা পরিষেবা পাবেন।