Saturday, November 29, 2025

কলেজের ‘ফেয়ারওয়েল পার্টি’র পর হস্টেলের ঘরে তরুণীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

কলেজের এক জনের ‘ফেয়ারওয়েল পার্টি’তে আমন্ত্রিত ছিলেন। সেখান থেকে ফিরেও এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তরুণীকে। কী ভাবে তাঁর মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন। যদিও তাঁর পরিবারের দাবি, এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে। এমনকী, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার সূর্যপেটের সোশ্যাল ওয়েলফেয়ার গুরুকূল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। , শনিবার সন্ধ্যায় কলেজের মধ্যেই একটি পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফিরে বাড়িতে ভিডিয়ো কল করেছিলেন। মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথাও হয়েছিল ওি তরুণীর। খুব বেশি রাত নয়।রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলের ঘর থেকে তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তরুণীর মা পুলিশকে জানিয়েছেন, পার্টিতে কী কী হয়েছিল, সে সব খুঁটিনাটি তরুণী বর্ণনা করেছিলেন ভিডিয়ো কলে। তার পর কলেজ থেকে তাঁর কাছে ফোন যায়।
পুলিশের তরফ থেকে বাড়িতে জানানো হয়, তরুণী অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁরা যে সময়ে হাসপাতালে পৌঁছন, তখন সেখানে কলেজের কেউ ছিলেন না। বাড়ির লোক পৌঁছনোর আগেই কেন কলেজের লোকজন হাসপাতাল ছেড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী ভাবে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তারা।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...