Thursday, July 3, 2025

সোমেই আস্থা ভোট বিহারে! ‘সংখ্যাগরিষ্ঠতা’ প্রমাণে অনড় নীতীশ, ম্যাজিকের আশায় তেজস্বীও

Date:

Share post:

দিনকয়েক আগেই ফের ডিগবাজি খেয়ে এনডিএ শিবিরের হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister) পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। আর নিজের সরকার ধরে রাখতে সোমবার বিহার বিধানসভায় (Bihar Assembly) নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপি-জেডিইউ (BJP-JDU) জোটকে। তবে সময় যত গড়াচ্ছে ততই জলঘোলা হচ্ছে পরিস্থিতি। গেরুয়া শিবিরের হাত ধরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও নীতীশ ‘অ্যাসিড টেস্টে’ পাশ করেন কী না সেদিকে নজর থাকবে। এদিকে সোমবারই বিহার বিধানসভায় বাজেট অধিবেশন। আর সেই অধিবেশনের প্রথম দিনেই আস্থা ভোটের মুখে পড়তে হচ্ছে নীতীশকে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিহারের কুর্সি নিজের দখলে রাখতে গেলে বিহারের সদ্য প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) কড়া হাতে মোকাবিলা করতে হবে নীতীশের। কিন্তু তেজস্বীও যে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দেবেন না তা দিনের মতো পরিষ্কার। ইতিমধ্যে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় প্রতিটি রাজনৈতিক দল তাঁদের বিধায়কদের একেবারে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছেন।

লালুপুত্র তেজস্বী বারবার জানিয়েছেন ‘খেলা এখনও অনেক বাকি, আগে দেখতে থাকুন কী হতে চলেছে’? পাশাপাশি দলের একাধিক বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও শনিবারই অভিযোগ জানিয়েছিলেন তেজস্বী। আর তারপর এক মুহূর্তও সময় নষ্ট না করে শনিবার রাতেই আরজেডি এবং বাম দলগুলির সমস্ত বিধায়ককে নিজের বাসভবনে এনে রেখেছেন তিনি। বিধায়কদের স্বাচ্ছন্দ্য এবং সুবিধার দিকে নজর দেওয়া হয়েছে। তেজস্বীর বাসভবনের বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কোনও বিধায়ককেই উপযুক্ত কারণ না দেখিয়ে বাইরে বেরতে দেওয়া হচ্ছে না বলে খবর। সোমবার সকাল পর্যন্ত সমস্ত বিধায়করা সেখানেই থাকবেন এবং সেখান থেকেই তাঁরা সোজা বিধানসভা অধিবেশনে অংশ নেবেন। এছাড়া রবিবারই পাটনায় ফিরছেন কংগ্রেস বিধায়করা। তাঁরাও উঠেছেন তেজস্বীর বাসভবনে।

তবে পরিস্থিতি যাতে কনোভাবেই নিজেদের প্রতিকূলে না যায় সেদিকে কড়া নজর রেখেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। এদিন বিকেলেই জেডিইউ বিধায়ক ও বিধান পরিষদের সদস্যদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন নীতীশ। পাশাপাশি বিধায়কদের উপর হুইপও জারি করেছে জেডিইউ। দলীয় নেতৃত্বের স্পষ্ট নির্দেশ, আস্থা ভোটের সময় কোনও বিধায়ক অনুপস্থিত থাকলে তাঁর বিধায়কের সদস্যপদ বাতিল করার ব্যবস্থা করা হবে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১২৮ বিধায়কের সমর্থন রয়েছে নীতীশ কুমারের। এর মধ্যে রয়েছে বিজেপির ৭৮ বিধায়ক, জেডিইউ-এর ৪৫ বিধায়ক, ৪ হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং একজন স্বতন্ত্র বিধায়ক। অন্যদিকে মহাজোটের দখলে রয়েছে ১১৪ বিধায়ক। যার মধ্যে আরজেডির রয়েছে ৭৯, কংগ্রেসের ১৯ এবং বাম দলগুলির ১৬ বিধায়ক। প্রয়োজনে এআইএমআইএম বিধায়কও বিরোধী শিবিরের সঙ্গে যেতে পারেন বলে খবর।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সোমবার আস্থা ভোটে যদি কমপক্ষে ৭ এনডিএ বিধায়ক ক্রস-ভোট করেন বা ১০ থেকে ১২ বিধায়ক যদি বিধানসভা থেকে উধাও হয়ে যান, তাহলে জটিল হতে পারে পরিস্থিতি।

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ জুলাই (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ শমীকের, দূরেই রইলেন দিলীপ

আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন দলেই মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বুধবারই স্থির হয়ে যায় বঙ্গ...

মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

ফের মাওবাদীদের (Maoist) হাতে খুন হলেন গ্রামবাসী। মাওবাদী-দমন অভিযানের মাঝেও ঘটে নিরীহ গ্রামবাসীদের হত্যা-লীলা চলেছে ছত্তিশগড়ে (Chattisgarh)। পুলিশ...

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকা দিয়েগো জোটার

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় মৃত্যু পর্তুগাল তথা লিভারপুলের (Liverpool) তারকা ফরোয়ার্ড দিয়েগো জোটা (Diego Jota)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের...