Wednesday, November 12, 2025

১) যুবভারতীতে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদ এফসিকে হারাল ২-০ গোলে। অবশেষে জয় পেল মোহনবাগান। আইএসএল-এ চার ম্যাচ পর জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। হায়দরাবাদের বিরুদ্ধে সবুজ-মেরুনের জয় ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন অনিরুদ্ধ থাপা এবং জেসন ক্যামিন্সের।

২) অভিষেক ম্যাচে গোল করেও দলের হার বাঁচাতে পারলেন না ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ফেলিসিও। এদিন অ্যায়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । সেই ম্যাচে ৩-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে আর একটি গোল করেন নন্দকুমার।

৩) কেরলের বিরুদ্ধে বোলিং ব্যর্থতার পর এবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলো বাংলা । এদিন কেরলের ৩৬৩ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার রান সংক্ষ্যা ৮ উইকেট হারিয়ে ১৭২। বাংলার হয়ে লড়াই করেন অভিমন্যু ঈশ্বরণ। কেরলের হয়ে একাই ৭ উইকেট নেন জলজ সাক্সেনা।

৪) সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি। হ্যাঁ ঠিকই শুনছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি গেল বেহালার বাড়ি থেকে। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। জানা যাচ্ছে, শহরের বাইরে গিয়েছিলেন সৌরভ। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি খোয়া যায় বলে জানা গিয়েছে।

৫) আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তিন টেস্ট দলে নেই বিরাট কোহলি। এদিন ঘোষণা হয় ইংরেজদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট ভারতীয় দল। সেই দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকে।এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট। তবে দলে ফিরেছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন – জয়ে ফিরল মোহনবাগান, হায়দরাবাদ এফসিকে হারালো ২-০ গোলে

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...
Exit mobile version