Tuesday, August 26, 2025

‘দলবিরোধী কথা’, কংগ্রেস থেকে বহিষ্কার ‘বিতর্কিত’ প্রমোদ কৃষ্ণমকে

Date:

একদিকে যখন বিজেপি বিরোধী শক্তিগুলি একজোট হয়ে লোকসভা ও রাজ্যসভায় নিজেদের অবস্থান স্পষ্ট করে এসেছে, সেই সময় বারবার বিজেপি ও রামমন্দিরের সপক্ষে বক্তব্য পেশ করে গিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণম। এবার তাঁকে ছয়বছরের জন্য দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল কংগ্রেস হাইকম্যান্ড। আর এই সিদ্ধান্তের পরদিনই কৃষ্ণমের প্রতিক্রিয়া তিনি নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছেন।

উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম একাধিকবার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে লোকসভায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কোনওবার জিততে পারেননি। ২০১৯ সালেও লক্ষ্ণৌ থেকে পরাজিত হন তিনি। তবে সম্প্রতি প্রকাশ্যে বক্তব্য পেশ করে লাইমলাইটে এসেছিলেন এই নেতা। রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়। তবে বিজেপি বিরোধী নীতি থেকে তাঁরা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। সেই সময় কংগ্রেসের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন কৃষ্ণম।

শনিবার লোকসভার অধিবেশনের শেষদিনে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি রামমন্দির নিয়ে আলোচনার সময় কংগ্রেস সেই আলোচনায় রামমন্দিরের বিরোধিতা করেন। আলোচনা থেকে ওয়াকআউট না করে আলোচনায় অংশগ্রহণ করেই বিরোধিতাকে উপযুক্ত বলে মনে করেন কংগ্রেস নেতারা, বক্তব্য রাখেন সাংসদ গৌরব গোগোই। আর এরই বিপরীতে রামমন্দিরকে সমর্থন করে বক্তব্য রাখতে থাকেন কৃষ্ণম। এমনকি রামমন্দিরের জন্য নরেন্দ্র মোদিকে তিনি ধন্যবাদও জানান।

এরপরই শনিবার রাতে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে উত্তরপ্রদেশ কংগ্রেসের সুপারিশ মেনে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় তাঁকে। কংগ্রেস মহাসচিব কে সি বেণুগোপাল প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় অনুশাসনহীনতা ও দল বিরোধী বক্তব্য পেশের জন্য তাঁকে বহিষ্কার করা হয়।

Related articles

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...

ব্রাজিল দলে ফের ব্রাত্য নেইমার, জায়গা হল না ভিনিসিয়াসের

২০২২ সালের ৯ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শেষবার ব্রাজিলের(brazil) জার্সিতে ম্যাচ খেলেছিলেন নেইমার(neymar)।  আরও একটা...

যশের সঙ্গে আর নয়, ছেলেকে নিয়ে আলাদা নুসরত!

'অর্ডার ছাড়া বর্ডার ক্রস' না করার ওয়ারনিং দিয়ে আপাতত চর্চার শিরোনামে রক্তবীজ টু-এর (Raktabeej 2) আইটেম ডান্স গার্ল।...
Exit mobile version