Tuesday, November 11, 2025

সোমে আরামবাগে প্রশাসনিক সভা-পরিষেবা প্রদান মুখ্যমন্ত্রীর, সঙ্গে দেব

Date:

মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এর আগে জেলা সফর বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। পরীক্ষা শেষ হতেই সোমবার ফের হুগলি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সঙ্গী হচ্ছেন ঘাটালের সাংসদ-অভিনেতা দেব (Dev)। সেদিন আরামবাগে রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। জেলায় অনেক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। তাঁর এই জেলাসফর ঘিরে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ধারাবাহিকভাবে জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করে থাকেন। বর্ধমানের পর তিনি সম্প্রতি গিয়েছিলেন উত্তরের জেলা-সহ মুর্শিদাবাদ ও নদিয়ায়। হাওড়ায় প্রশাসনিক সভা ও পরিষেবা প্রধান অনুষ্ঠান করেছেন।

এবার নজরে হুগলি (Hoogli)। সেইমতো সোমবার হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আরামবাগের কালীপুরে ওই সভা হবে। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন সাংসদ-অভিনেতা দেব। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন দেব। সম্প্রতি কিছু বিষয় নিয়ে তিনি অভিমান করেছিলেন বলে সূত্রের খবর। বৈঠকের পরেই হাসিমুখে দেব জানান, “আমি চাইলেও রাজনীতি আমায় ছাড়বে না”। ঘাটালের যে তৃণমূল নেতা শঙ্কর দলুইকে নিয়ে দেবের সমস্যা ছিল, রবিবারই তাঁকে পদ থেকে সরিয়ে সে জায়গায় অন্য নেতাকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে আরামবাগের সভায় মুখ্যমন্ত্রী সঙ্গে দেবের উপস্থিতি নিঃসন্দেহে অন্য মাত্রা যোগ করে।

আরও পড়ুন-দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়া

 

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version