Friday, December 19, 2025

ঘরভাঙাটা ফ্যাশনে পরিণত হয়েছে: গেরুয়া রাজ্যে বুলডোজার নীতির বিরুদ্ধে আদালত

Date:

Share post:

সরকারের বিরাগভাজন হলেই ‘বুলডোজারের হামলা’, এটাই এখন চিরচেনা ছবি গেরুয়া রাজ্যগুলিতে। এমনই এক মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের তোপের মুখে পড়ল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। কড়া সুরে বিচারপতি জানালেন, “ন্যায়, নীতির তোয়াক্কা না করে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা এবং সংবাদমাধ্যমে তা প্রচার করাটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে।” এই সংক্রান্ত মামলায় সরকারের সমালচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুজনকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন বিচারপতি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। রাহুল লাঙ্গরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি একজনকে প্রকাশ্যে হুমকি দেন। যার পর আত্মহত্যা করেন সেই ব্যক্তি। ঘটনায় গ্রেফতার হন রাহুল, দায়ের হয় ফৌজদারি মামলা। এরপর পুলিশের তরফে স্থানীয় পুরসভার সঙ্গে যোগাযোগ করে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাহুলের দুতলা বাড়ি। এই ঘটনায় রাহুলের স্ত্রী রাধা আদালতের দ্বারস্থ হন। তিনি অভযোগ করেন, তাঁর বাড়ির পূর্ব মালিকের নামে হঠাৎ একদিন নোটিশ আসে। তারপরদিনই কোনও কথা না শুনে ভেঙে দেওয়া হয় বাড়ি। মামলাকারী জানান, তাঁর বাড়ি কোনওভাবেই বৈধ নয়। এটি পুরসভার হাউজিং বোর্ডে নথিভুক্ত এবং বাড়ি তৈরিতে ব্যঙ্ক থেকে ঋণও নেওয়া হয়েছে। পুরো মামলা শোনার পর আদালত রাধা ও তাঁর শ্বাশুড়ি বিমলাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আদালত স্পষ্ট জানায়, “নিয়মের তোয়াক্কা না করে মিডিয়ায় প্রচার চালাতেই ওই বাড়ি ভাঙা হয়েছিল প্রশাসনের তরফে। যেহেতু ওই পরিবারের একজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাই সম্পূর্ণ বেআইনিভাবে একদিনের নোটিশে এই অনৈতিক পদক্ষেপ। এই ঘটনা কোনওভাবে বরদাস্ত করা যায় না বলে জানায় আদালত।” পাশাপাশি এই ঘটনা সম্পর্কে অভিযুক্তের স্ত্রী জানায়, আমার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এবং প্রভাবশালীদের বিরাগভাজন হওয়ার জন্যই আমাদের বড়ি ভাঙা পড়েছে।

spot_img

Related articles

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...

বেঙ্গল সুপার লিগে জিতল রয়্যাল সিটি, শুরুতেই ছন্দে ব্যারেটোর দল

শুক্রবার জমজমাট বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। রাজ্যের দুই প্রান্তে   ছিল দুটি ম্যাচ।  ঘরের মাঠে জেএইচআর রয়্যাল সিটি...