Saturday, May 3, 2025

‘সমুদ্রসাথী’ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার কাঁথির পেটুয়াঘাটে মৎস্যজীবী সম্মেলনে কুণাল বলেন, পেট্রোল- ডিজেল- রান্নার গ্যাস থেকে জীবনদায়ী ওষুধ সবকিছুর দাম কেন্দ্রের বিজেপি সরকার শুধু বাড়াচ্ছে। সংসারের খরচ শুধু বেড়েই চলেছে। বিজেপি সরকার যেখানে ক্ষমতায় আসছে, কোথাও বলছে মাংস খাওয়া বন্ধ আবার কোথাও বলছে মাছ খাওয়া বন্ধ, কোথাও বলছে ডিম খাওয়া বন্ধ, শুধু নিরামিষ খেতে হবে।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের পাশে মানুষের উন্নয়নে একের পর এক প্রকল্প করে চলেছে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রী একের পর এক পঞ্চাশ ষাটটি প্রকল্প। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের পাশে থাকছে রাজ্য সরকার। আর এবার সমুদ্রসাথী প্রকল্প। তিনি বলেন, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত মাছ ধরায় বিধিনিষেধ থাকে। তাই মৎস্যজীবীরা কষ্টের মধ্যে দিয়ে কাটানো এই সময়টা নিয়েও ভেবেছেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না, রাজ্য সেই টাকা একুশে ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করবে, সরাসরি অ্যাকাউন্টে যাবে। আবাসের টাকা দিচ্ছে না, এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। মৎস্যজীবী পরিবার এই দুই মাসের জন্য পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা পাবেন। আসলে মানুষের আর্থিক অধিকারটা বাড়িয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিরোধী দলনেতার নাম না করে কুণাল বলেন, অনেকে আসবেন সুবিধা নিয়ে এখন কুৎসা করে বেড়াচ্ছে। আপনি আপনার জীবনের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন।
কুণালের স্পষ্ট কথা,মানুষের মধ্যেই ঠাকুর আছে। আর সেই ঠাকুরকে প্রণাম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নানান ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষ শ্রমজীবী মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।বিজেপিকে কোনওদিন জীবনে আসতে দেওয়া যাবে না।নিজের অধিকার রক্ষার জন্য এই সরকারের পাশে থাকতে হবে।

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version