Wednesday, May 7, 2025

কোনওভাবেই কৃষকদের দিল্লি অভিযান আটকাতে বদ্ধপরিকর বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্র সরকার। হরিয়ানা দিয়ে দিল্লি ঢোকার সব সীমান্ত বন্ধ করে রাখলেও টিয়ার গ্যাস ব্যবহারের বিশেষ পদ্ধতি নিয়ে সোমবার থেকেই ‘জঙ্গি মোকাবিলা’ কায়দায় প্রস্তুতি নিয়েছিল দিল্লি ও হরিয়ানা প্রশাসন। আর তার এক অমানুষিক নমুনা মঙ্গলবার সকালে দেখালো হরিয়ানা পুলিশ। প্রায় ২৫ মিনিট ধরে টানা টিয়ার গ্যাসের সেল বর্ষণ করা হল আন্দোলনকারী কৃষকদের ওপর।

সোমবার মধ্যরাতে চণ্ডীগড়ে কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু বলাইবাহুল্য পাঁচ ঘণ্টার বৈঠকের শেষেও কোনও রফাসূত্র মেলেনি। দিল্লি পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হন হকের দাবিতে পথে নামা কৃষকরা। দিল্লির প্রধান সব সীমানা সিল করে দেওয়ার পর নতুন পথ খোঁজেন তাঁরা। আম্বালা-শম্ভু, কনৌরি-ঝিন্দ ও দাবওয়ালি সীমানা দিয়ে দিল্লি ঢোকার পরিকল্পনা নেন তাঁরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার কৃষক শম্ভু সীমান্তে জমা হন।

তবে সোমবারই ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস কৃষকদের সীমানায় বর্ষণ করার অনুশীলন করে রেখেছিল দিল্লি ও হরিয়ানা পুলিশ। মঙ্গলবার দেখা গেল তারই প্রতিফলন। বেলা ১২ টা বাজতেই মুহুর্মুহু টিয়ার গ্যাসের সেল বর্ষণে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শম্ভু সীমানা। কৃষকদের ছত্রভঙ্গ করতে প্রায় ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাস ফাটানোয় চারিদিক ধোঁয়ায় পুরোপুরি ঢেকে যায়। কৃষকদের দাবিকে যে কোনও ভাবে যে দমন করা লক্ষ্য দিল্লির প্রশাসনের, তা বুঝিয়ে দিল হরিয়ানা প্রশাসনও।

Related articles

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...
Exit mobile version