Thursday, May 8, 2025

কোনওভাবেই কৃষকদের দিল্লি অভিযান আটকাতে বদ্ধপরিকর বিজেপি শাসিত সব রাজ্য ও কেন্দ্র সরকার। হরিয়ানা দিয়ে দিল্লি ঢোকার সব সীমান্ত বন্ধ করে রাখলেও টিয়ার গ্যাস ব্যবহারের বিশেষ পদ্ধতি নিয়ে সোমবার থেকেই ‘জঙ্গি মোকাবিলা’ কায়দায় প্রস্তুতি নিয়েছিল দিল্লি ও হরিয়ানা প্রশাসন। আর তার এক অমানুষিক নমুনা মঙ্গলবার সকালে দেখালো হরিয়ানা পুলিশ। প্রায় ২৫ মিনিট ধরে টানা টিয়ার গ্যাসের সেল বর্ষণ করা হল আন্দোলনকারী কৃষকদের ওপর।

সোমবার মধ্যরাতে চণ্ডীগড়ে কৃষকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় ক্রেতাসুরক্ষা মন্ত্রী পীযূষ গয়াল। কিন্তু বলাইবাহুল্য পাঁচ ঘণ্টার বৈঠকের শেষেও কোনও রফাসূত্র মেলেনি। দিল্লি পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞ হন হকের দাবিতে পথে নামা কৃষকরা। দিল্লির প্রধান সব সীমানা সিল করে দেওয়ার পর নতুন পথ খোঁজেন তাঁরা। আম্বালা-শম্ভু, কনৌরি-ঝিন্দ ও দাবওয়ালি সীমানা দিয়ে দিল্লি ঢোকার পরিকল্পনা নেন তাঁরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার কৃষক শম্ভু সীমান্তে জমা হন।

তবে সোমবারই ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস কৃষকদের সীমানায় বর্ষণ করার অনুশীলন করে রেখেছিল দিল্লি ও হরিয়ানা পুলিশ। মঙ্গলবার দেখা গেল তারই প্রতিফলন। বেলা ১২ টা বাজতেই মুহুর্মুহু টিয়ার গ্যাসের সেল বর্ষণে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল শম্ভু সীমানা। কৃষকদের ছত্রভঙ্গ করতে প্রায় ২৫ মিনিট ধরে টিয়ার গ্যাস ফাটানোয় চারিদিক ধোঁয়ায় পুরোপুরি ঢেকে যায়। কৃষকদের দাবিকে যে কোনও ভাবে যে দমন করা লক্ষ্য দিল্লির প্রশাসনের, তা বুঝিয়ে দিল হরিয়ানা প্রশাসনও।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version