Monday, May 5, 2025

জাতীয় চলচ্চিত্র উৎসবের খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম

Date:

নাম রাজনীতি নিয়ে বারবার বিভিন্ন রাজ্যকে বঞ্চনায় রাখার রাজনীতি দীর্ঘদিন ধরে করে আসছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার নাম রাজনীতির শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। জাতীয় খেতাব থেকে ছেঁটে ফেলা হল ইন্দিরা গান্ধীর নাম। সেই সঙ্গে খেতাবের নাম থেকে বাদ পড়ল প্রয়াত অভিনেত্রী নার্গিসের নামও।

জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা নবীন পরিচালকের জন্য ‘ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ডস ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ নামে একটি পুরস্কার প্রচলিত ছিল। এবার সেই খেতাবের নাম থেকে ইন্দিরা গান্ধীর নাম ছেঁটে ফেলে নতুন নাম দেওয়া হল ‘বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’। পাশাপাশি দেশের সম্প্রীতি রক্ষায় শ্রেষ্ঠ খেতাবের নাম থেকে অভিনেত্রী নার্গিসের নাম শুধু ছেঁটেই ফেলা হয়নি, খেতাবটির মূল উদ্দেশ্যকেই বদলে ফেলা হয়েছে। নতুন খেতাবের নামকরণ করা হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশানাল, সোশ্যাল অ্যান্ড এনভারনমেন্টাল ভ্যালুজ’।

চলচ্চিত্র জগতে জাতীয় স্তরে খেতাবের নামের পরিবর্তন নিয়ে করোনা পরিস্থিতির অজুহাত দিলেও আদতে দেশের গোটা ফিল্ম জগৎ সেই পরিস্থিতিকে কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে লাভের মুখ দেখতে শুরু করেছে। সেই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকারের নাম পরিবর্তন এবং তার ধরন দেখলে স্পষ্ট ঐতিহ্যকে নষ্ট করাই এই সরকারের উদ্দেশ্য।

করোনা পরিস্থিতির দোহাই দিলেও বেশ কিছু খেতাবের পুরস্কার মূল্য বাড়ানো হয়েছে। আবার বেশ কিছু পুরস্কারকে একত্রিত করে বেশ কিছু বিভাগকে তুলেই দেওয়া হয়েছে। আবার যেমন নার্গিসের নামে প্রদত্ত খেতাবটিকে অন্য একটি খেতাবের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version