Monday, August 25, 2025

গুরুত্বপূর্ণ পদে ইস্তফা, বড় সিদ্ধান্ত নিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে যখন চারিদিকে প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা আলোচনা ঠিক সেই সময় বড় সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Constituency) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সূত্রের খবর সোমবার নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মিমি (Mimi Chakraborty)। জয়ী হওয়ার পর কিছুটা হলেও টলিউড থেকে একটু সরতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও করোনা পরবর্তী সময়ে আবার তিনি স্বমহিমায় লাইট ক্যামেরা অ্যাকশনের ফ্রেমে। আরও এক লোকসভা নির্বাচন আসতে চলেছে। একই কেন্দ্র থেকে এই বছর মিমি লড়াই করবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মিমির কাণ্ডে ঘাটালের সাংসদ সুপারস্টার দেবের (Dev) প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। কিছু দিন আগে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ছাড়েন অভিনেতা-সাংসদ দেব। পাশাপাশি তিনি ঘাটল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেন। এরপরই অভিনেতা কে নিয়ে জল্পনা বাড়ে যদিও সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হুগলির আরামবাগে দেব (Dev) বলেন, ‘‘দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।’’ এর মাঝেই সোমবার সন্ধ্যায় খবরের শিরোনামে উঠে এলো মিমির প্রসঙ্গ। জানা যাচ্ছে যাদবপুরের সাংসদ ইস্তফাপত্রে লেখেন, ‘‘২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’’ এই নিয়ে মিমি চক্রবর্তীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...