Saturday, August 23, 2025

গুরুত্বপূর্ণ পদে ইস্তফা, বড় সিদ্ধান্ত নিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি!

Date:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে যখন চারিদিকে প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা আলোচনা ঠিক সেই সময় বড় সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Constituency) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সূত্রের খবর সোমবার নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মিমি (Mimi Chakraborty)। জয়ী হওয়ার পর কিছুটা হলেও টলিউড থেকে একটু সরতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও করোনা পরবর্তী সময়ে আবার তিনি স্বমহিমায় লাইট ক্যামেরা অ্যাকশনের ফ্রেমে। আরও এক লোকসভা নির্বাচন আসতে চলেছে। একই কেন্দ্র থেকে এই বছর মিমি লড়াই করবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মিমির কাণ্ডে ঘাটালের সাংসদ সুপারস্টার দেবের (Dev) প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। কিছু দিন আগে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ছাড়েন অভিনেতা-সাংসদ দেব। পাশাপাশি তিনি ঘাটল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেন। এরপরই অভিনেতা কে নিয়ে জল্পনা বাড়ে যদিও সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হুগলির আরামবাগে দেব (Dev) বলেন, ‘‘দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।’’ এর মাঝেই সোমবার সন্ধ্যায় খবরের শিরোনামে উঠে এলো মিমির প্রসঙ্গ। জানা যাচ্ছে যাদবপুরের সাংসদ ইস্তফাপত্রে লেখেন, ‘‘২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’’ এই নিয়ে মিমি চক্রবর্তীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version