Wednesday, August 27, 2025

আজ সন্দেশখালিতে তৃণমূলের প্রতিনিধি দল, ১৪৪ উঠলে শান্তিসভা করার ভাবনা

Date:

স্বাভাবিক হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali)। সরস্বতী পুজোর প্রাক্কালে আজ সকাল থেকে দোকানপাট বাজার হাটে বেশ ভিড় চোখে পড়েছে। ইন্টারনেট পরিষেবা পুনরায় শুরু হয়েছে। বুধবার বাগদেবীর আরাধনার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট সরস্বতী ঠাকুর কেনাও চলছে। আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় খুশি সেখানকার মানুষ। এই আবহে বিজেপি যতই গন্ডগোল পাকানোর চেষ্টা করুন না কেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) অডিও বার্তায় বিক্ষোভ না ছড়িয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। আজ সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik) সন্দেশখালিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে খবর।

গত কয়েকদিনে আলোচনা শিরোনামে বারবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির নাম উঠে এসেছে। গত শুক্রবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তৃণমূলের তরফে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ রবিবার সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহার করতে পারে প্রশাসন। সেক্ষেত্রে প্রশাসনের নিয়ম মেনে এই ধারা প্রত্যাহার করার পর সন্দেশখালিতে শান্তিসভা করার কথা তৃণমূল কংগ্রেসের। দলীয় সূত্রে খবর সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্যরা থাকবেন। আজ আইন অনুযায়ী, সন্দেশখালি সংলগ্ন ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দুপুর ১:৩০ টায় তাঁরা সেখানে পৌঁছবেন বলে খবর।


Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version