Friday, January 23, 2026

সন্দেশখালি যাওয়ার চেষ্টায় টাকিতে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির, অসুস্থ সুকান্ত!

Date:

Share post:

মঙ্গলবার বসিরহাটে একপ্রস্থ নাটকের পর বুধবারও একের পর এক নাটকীয়তায় পুলিশ প্রশাসনকে ব্যস্ত রেখে টাকিতে বিশৃঙ্খলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পুলিশের গাড়ির বনেটে উঠে বিশৃঙ্খলার চেষ্টা করে পড়ে যান। আর তারপরেই প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার বসিরহাট জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানে যাওয়ার পথে ধুন্ধুমার পরিবেশ তৈরি করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ওপর পাথর ছোঁড়ায় আহত হন অনেক পুলিশকর্মী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তাঁর সমর্থকদের নিয়ে টাকিতে একটি রিসর্টে রাতে থাকেন। তাঁরা বুধবার সন্দেশখালি গিয়ে সরস্বতী পুজো করার পরিকল্পনা করেন।

তবে সন্দেশখালিতে নতুনভাবে কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি হওয়ায় সুকান্ত মজুমদারদের সন্দেশখালি যাওয়া আটকাতে তৎপর হয় জেলা প্রশাসন। রিসর্টের বাইরে সকাল থেকেই কড়া পুলিশি পাহারা জারি রাখে রিসর্টের বাইরে। বেলা বাড়তেই পুলিশের চোখে ধুলো দিয়ে টাকির ইছামতির ধারে পৌঁছে যান সুকান্ত মজুমদার। সেখানেই সরস্বতী পুজো করেন বিজেপি রাজ্য সভাপতি।

তবে এরপরই পরিস্থিতি জটিল করে তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। আবার জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর সমর্থকরা। পুলিশের গাড়ির বনেটে উঠে বক্তৃতা দিতে শুরু করেন তিনি। নামানোর চেষ্টা করা হলেও তিনি কথা শোনেননি। পুলিশের গাড়িটি পিছোনোর চেষ্টা করতেই লনে পড়ে যান সুকান্ত।

জ্ঞান হারিয়ে ফেলায় তাঁকে বিজেপি কর্মীদের গাড়িতেই নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখান তাঁর জ্ঞান ফিরে আসে। চিকিৎসার জন্য তাঁকে বসিরহাট থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়।

spot_img

Related articles

উত্তরাখণ্ডের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, কী বললেন কোচ সঞ্জয়?

সন্তোষ ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা দল(Bengal)। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল সঞ্জয় সেনের দল। নাগাল্যান্ডকে...

ফের মেরামতির কাজ: এবার সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

এবার সম্পূর্ণ বন্ধ রেখে হবে দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা...

বন্দে ভারত-এ বন্ধ আমিষ! তৃণমূলের সুরে বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি

বাঙালির সংস্কৃতি রুচির উপর বিজেপি তাঁদের তৈরি ধর্মীয় নীতি চাপিয়ে দিতে চাইছে। সাম্প্রতিক সময়ে বারবার এই তথ্য তুলে...

ভারত-নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন: আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্যনেতা চন্দ্র বসুর

সাম্প্রদায়িক শক্তি যেভাবে গোটা দেশে মাথাচাড়া দিয়েছে, তা থেকে দেশকে রক্ষা করার ক্ষমতা রয়েছে একমাত্র নেতাজির আদর্শ মেনে...