Thursday, December 11, 2025

সন্দেশখালি যাওয়ার চেষ্টায় টাকিতে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির, অসুস্থ সুকান্ত!

Date:

Share post:

মঙ্গলবার বসিরহাটে একপ্রস্থ নাটকের পর বুধবারও একের পর এক নাটকীয়তায় পুলিশ প্রশাসনকে ব্যস্ত রেখে টাকিতে বিশৃঙ্খলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পুলিশের গাড়ির বনেটে উঠে বিশৃঙ্খলার চেষ্টা করে পড়ে যান। আর তারপরেই প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার বসিরহাট জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানে যাওয়ার পথে ধুন্ধুমার পরিবেশ তৈরি করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ওপর পাথর ছোঁড়ায় আহত হন অনেক পুলিশকর্মী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তাঁর সমর্থকদের নিয়ে টাকিতে একটি রিসর্টে রাতে থাকেন। তাঁরা বুধবার সন্দেশখালি গিয়ে সরস্বতী পুজো করার পরিকল্পনা করেন।

তবে সন্দেশখালিতে নতুনভাবে কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি হওয়ায় সুকান্ত মজুমদারদের সন্দেশখালি যাওয়া আটকাতে তৎপর হয় জেলা প্রশাসন। রিসর্টের বাইরে সকাল থেকেই কড়া পুলিশি পাহারা জারি রাখে রিসর্টের বাইরে। বেলা বাড়তেই পুলিশের চোখে ধুলো দিয়ে টাকির ইছামতির ধারে পৌঁছে যান সুকান্ত মজুমদার। সেখানেই সরস্বতী পুজো করেন বিজেপি রাজ্য সভাপতি।

তবে এরপরই পরিস্থিতি জটিল করে তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। আবার জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর সমর্থকরা। পুলিশের গাড়ির বনেটে উঠে বক্তৃতা দিতে শুরু করেন তিনি। নামানোর চেষ্টা করা হলেও তিনি কথা শোনেননি। পুলিশের গাড়িটি পিছোনোর চেষ্টা করতেই লনে পড়ে যান সুকান্ত।

জ্ঞান হারিয়ে ফেলায় তাঁকে বিজেপি কর্মীদের গাড়িতেই নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখান তাঁর জ্ঞান ফিরে আসে। চিকিৎসার জন্য তাঁকে বসিরহাট থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়।

spot_img

Related articles

যাবতীয় বিতর্কর অবসান! শুরু হতে চলছে পৌষ মেলা

যাবতীয় বিতর্কর অবসান ঘটিয়ে এবার সুষ্ঠুভাবে পৌষ মেলা শুরু হতে চলেছে এমনটাই দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। অতীতের উপাচার্যের করে...

ফলতায় এসআইআর পর্যালোচনায় গিয়ে বিক্ষোভের মুখে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল

এসআইআর সংক্রান্ত কাজ পর্যালোচনা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য সি মুরুগান। বৃহস্পতিবার বেলা এগারোটা...

পরিস্থিতির দোহাই: তাজপুর বন্দর থেকে সরে যাওয়া নিয়ে সৌগতকে বার্তা আদানির

শর্ত পূরণ না করায় রাজ্য সরকার তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প থেকে বাদ দিয়েছিল আদানি গোষ্ঠীকে। কিন্তু...

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ...