Friday, August 22, 2025

রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ! রেশন বন্টন মামলায় ইডির জালে শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী

Date:

রেশন বন্টন মামলায় ফের ইডির (Enforcement Directorate) জালে এক ব্যবসায়ী (Businessman)। সরস্বতী পুজোর (Saraswati Pujo) দিন সাতসকালে সল্টলেক (Saltlake) থেকে বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীকে (Businessman) গ্রেফতার (Arrest) করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গ্রেফতার হওয়া বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ঘনিষ্ঠ তিনি। বিশ্বজিৎকে গ্রেফতার করে রেশন বন্টন মামলার কিনারা করতে চাইছে ইডি। তবে সময় গড়ালেও রেশন বন্টন মামলার তদন্ত এখনও তিমিরেই। লাগাতার এই মামলায় গ্রেফতার হওয়া ‘অভিযুক্তদের’ জিজ্ঞাসাবাদ করলেও কোনও সুরাহা হয়নি। উল্টে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই ‘প্রতিহিংসাপরায়ণ রাজনীতি’ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

রেশন বন্টন মামলায় মামলায় এর আগে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যবসায়ী বাকিবুর রহমান ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তবে তাঁদের জেরা করে কিছুই উদ্ধার করতে পারেননি তদন্তকারীরা। উল্টে একাধিকবার হাই কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। বুধবার শঙ্কর ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেফতার ইডি। বিশ্বজিৎ দাস নামে ওই ব্যক্তির একাধিক ব্যবসা রয়েছে বলে খবর।

মঙ্গলবারই সল্টলেক, বাগুইআটি-সহ শহরের একাধিক প্রান্তে হানা দেয় ইডি। ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে মঙ্গলবার সল্টলেকে বিশ্বজিতের প্রাসাদোপম বাড়িতে যখন তল্লাশি চলছে তখন ব্যবসায়ী বাড়িতে ছিলেন না। পরে অবশ্য তিনি বাড়িতে আসেন। এরপর মঙ্গলবার রাতভর তাঁকে জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালেই ব্যবসায়ীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version