Monday, August 25, 2025

সরস্বতী পুজো মানেই শুধু সেজেগুজে ঘুরে বেড়ানো না, সত্যিকারের সরস্বতী আরাধনা যে নতুন কিছু শেখার মধ্যে দিয়েই হতে পারে সেটাই তুলে ধরল হুগলির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হুগলি কলেজিয়েট স্কুল। স্কুলের পুজো দেখতে আসা অসংখ্য স্কুল পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা দেখলেন এই স্কুলের পড়ুয়ারা সাধারণ জীবনে বিজ্ঞানের প্রয়োগকে কোন মার্গে পৌঁছে দিয়েছে।

এই স্কুলেরই বর্তমান ছাত্র অভিজ্ঞানকিশোর দাস একাধিক উদ্ভাবন ও প্রাপ্ত মেধাস্বত্ত্বের জন্য ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ডস পেয়েছে ভারত সরকারের থেকে। দেশে শুধু সর্বকনিষ্ঠই নয়, এই পুরুস্কার অর্জন করার ক্ষেত্রে – বাঙালিদের মধ্যে সেই সর্বপ্রথম। কেন এই স্কুলের এক পড়ুয়া এই ধরনের জাতীয় পুরস্কার পেয়েছে সেটা এদিন নিজেই ব্যাখ্যা করল অভিজ্ঞান। তাঁর কথায়, “আমাদের স্কুলের মতনই প্রাচীন এই বিজ্ঞান প্রদর্শনীর ইতিহাস। এমন গুরুত্বপূর্ণ প্রদর্শনী স্কুলে হতো বলেই, আমার উদ্ভাবন যাত্রাকে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পেরেছি। আশা করছি, আমাদের আগামী ছাত্রপ্রজন্মও এমনভাবেই আমাদের বিদ্যালয় সুনাম দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পারবে।”

এদিনের প্রদর্শনীতে ২৫টির বেশি মডেল রাখা হয়েছিল। পড়ুয়ারা সবাইকে সেই সব মডেল কীভাবে কাজ করবে সুন্দরভাবে বর্ণনা করেন। এর মধ্যে অন্যতম ছিল ‘ইউনিভার্সাল সারফেস অ্যাটাচড লিকুইড কন্ট্রোলিং সিস্টেম’ যা তৈরি করেছে সপ্তম শ্রেণীর অর্কপ্রভ পাল। সে জানায়, “বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর বাড়তি চাপের জন্য নার্সিং পরিষেবা উপযুক্ত মানে দেওয়াটা একটা বড় সমস্যা। হঠাৎ করে যদি কোন চিকিৎসাধীন রোগীর স্যালাইন শেষ হয়ে যায় তৎক্ষণাৎ কর্তব্যরত নার্সের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে তার এই যন্ত্রটি”। এছাড়াও ছিল রান্নার ‘গ্যাস লিকেজ’ থেকে কীভাবে দুর্ঘটনা এড়ানো যায়, তা দেখানোর মডেলও। এককথায় এমন সব মডেল নিয়ে পড়ুয়ারা হাজির ছিল যা সচরাচর পড়ুয়াদের ক্লাসে পড়ানো হয় না।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version