Tuesday, May 20, 2025

‘শূন্য’ ভূতের ভয়! আসন সমঝোতা নিয়ে বহরমপুরে বৈঠক বাম-কংগ্রেসের

Date:

Share post:

পায়ের তলার মাটি নেই তা বুঝে গিয়েছে বাম-কংগ্রেস (Left-Congress) । লোকসভায় বাংলায় একা লড়াইয়ের স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ফলে ফের শূন্যের ভূত তাড়া করছে বাম-কংগ্রেস (Left-Congress) দুই শিবিরকে। এবার তাই উত্তরে আসন সমঝোতা করতে বৈঠকে বসছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim) ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সূত্রের খবর, বৃহস্পতিবার বহরমপুরের টাউন ক্লাবে ২ নেতার মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা হবে।

তৃণমূলের সঙ্গে জোটের দরজায় খিল। এবার বামেদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, অধীর-সেলিমের বৈঠকে বাংলার ৪২টি লোকসভা আসনের কে কোথায় এবং কটায় লড়বে তার প্রাথমিক একটি রূপরেখা তৈরি হতে পারে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় মহম্মদ সেলিম বলেন, “অধীরবাবু যেহেতু জেলায় আছেন, তাঁর সঙ্গেও নিশ্চয়ই সাক্ষাৎ হবে। সাক্ষাৎ যখন হবে, তখন কথাবার্তাও হবে। আন্দোলন, সংগ্রাম, মুর্শিদাবাদে যে অন্যায় হয়েছে, সেই সব নিয়ে কথা হবে। আসন্ন লোকসভা নির্বাচনে আমরা বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিকে যে এককাট্টা করতে চাইছি, সেই মতো কংগ্রেস ও আইএসএফ-এর সঙ্গেও কথা বলব।”

সূত্রের খবর, কংগ্রেসকে মালদহে দুটি আসন ছাড়তে চাইছে বামেরা। মুর্শিদাবাদের বহরমপুর থেকে দাঁড়াবেন অধীর চৌধুরী। বাকি আসনে প্রার্থী দিতে পারে বামফ্রন্ট। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলা নিয়ে ওইদিন আলোচনা হতে পারে।

তবে ২০২১-এর ভোটে আইএসএফকে সঙ্গে নিয়ে সংযুক্ত মোর্চা গড়ার বিষয় আপত্তি ছিল অধীর চৌধুরীর। এমনকী ব্রিগেডের সভায় আইএসএফ নেতা মঞ্চে উঠতেই অধীর ভাষণ থামিয়ে নেমে যেতে চান। সেই সময় এই মহম্মদ সেলিমেই তাঁকে গিয়ে আটকান। কংগ্রেসের ঠান্ডা লড়াই হয়েছে আইএসএফের সঙ্গে। যদিও জোটের একমাত্র আইএসএফ বিধায়কই রয়েছেন বিধানসভায়। এই পরিস্থিতিতে লোকসভায় আইএসএফকে সঙ্গে নিয়ে আবার সংযুক্ত মোর্চা অধীর গড়তে চান কি না সে বিষয়েও বহরমপুরের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার ঠাসা কর্মসূচি বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আজ শিলিগুড়ি (Siliguri), জলপাইগুড়ি ও...

আজ ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুপ্রিম শুনানি

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে স্থগিতাদেশ দেওয়া হবে কি, আজ সুপ্রিম সিদ্ধান্তের দিকে তাকিয়ে গোটা দেশ। কেন্দ্রীয় সরকার সংসদের...

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...