Tuesday, December 23, 2025

এবার আবুধাবিতেও UPI-এ লেনদের, মোদির সফরে বড় চুক্তি স্বাক্ষর

Date:

Share post:

নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমির শাহি সফরে বড় চুক্তি স্বাক্ষরিত হলো দুই দেশের মধ্যে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, ভারতের পেমেন্ট প্ল্যাটফর্ম UPI এবং সংযুক্ত আরব আমিরশাহির AANI লিঙ্ক করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রীর আবু ধাবি সফরের সময়ই ইন্টারলিঙ্কিং পেমেন্ট ম্যাসেজিং সিস্টেম নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছিল।

ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিকে ইন্টারলিঙ্ক করার চুক্তিতে ভারতের RuPay এবং সংযুক্ত আরব আমিরশাহির JAYWAN-কে বেছে নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে, এর ফলে সংযুক্ত আরব আমিরশাহিতে RuPay-র সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়বে। ভারতের UPI এবং সংযুক্ত আরব আমিরশাহির AANI ইন্টারলিঙ্কড হলে সাধারণ মানুষ স্মার্টফোনের মাধ্যমে দু’দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন। ভারতের কোনও ব্যক্তি UPI অ্যাপ খুলে সংযুক্ত আরব আমিরশাহির প্রাপকের মোবাইল নম্বরে প্রয়োজন মতো টাকার অঙ্ক লিখে সেন্ড করলেই ভারতীয় ব্যাঙ্ক সেটা AANI-তে পাঠিয়ে দেবে। AANI সেই টাকা প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে। সবটাই হবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

অন্যদিকে, ভারতের RuPay কার্ড সংযুক্ত আরব আমিরশাহির JAYWAN কার্ডের সঙ্গে লিঙ্ক করা হচ্ছে। এর ফলে ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীরা ট্যাপ অ্যান্ড পে RuPay কার্ডের মাধ্যমে সরাসরি অর্থপ্রদান করতে পারবেন। কোনও রকম মুদ্রা রূপান্তর ফি দিতে হবে না। বিদেশি কার্ডের উপর নির্ভরতাও কমবে। প্রধানমন্ত্রী মোদি RuPay ডেবিট ও ক্রেডিট কার্ডের স্ট্যাকের উপর ভিত্তি করে JAYWAN-এর আত্মপ্রকাশের জন্য সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। এখন থেকে JAYWAN ভারতের RuPay প্রযুক্তিকে তার ভিত্তি হিসেবে ব্যবহার করবে। উল্লেখ্য, বর্তমানে ৭টি দেশে UPI পেমেন্ট সিস্টেম চালু হয়েছে। সেই দেশগুলি হল ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, মরিশাস, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর এবং ভুটান।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...