Tuesday, November 4, 2025

চোপড়ায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃ.ত্যু! কারণ অনুসন্ধানে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

Date:

চোপড়ায় মাটি ধ্বসে মৃত চার শিশুর ঘটনা খতিয়ে দেখতে বুধবার রাতে চেতনাগছ গ্রামে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তুলিকা দাস, সুদেষ্ণা রায়, অনন্যা চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, সোমবার চেতনাগছ গ্রামে সীমান্ত এলাকায় নিকাশীনালার খননকার্য চলাকালীন মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। তবে ওই এলাকার কার অনুমতিতে নিকাশীনালা খোঁড়া হচ্ছিল, তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা। এনিয়ে ইতিমধ্যে বিএসএফের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদির

ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি এদিন পরিবারের সাথে দেখা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। এদিন রাজ্য কমিশনের প্রতিনিধিদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুদের পরিবারের সদস্যরা। এদিন কমিশনের সদস্যা অনন্যা চট্টোপাধ্যায় জানান, কোনও ভাবেই এই গাফিলতি মানা সম্ভব নয়। কেন্দ্রীয় বাহিনীর ঔদ্ধত্য এতটাই বেশি যে জেলা প্রশাসনের অনুমতিও নেওয়া হয়নি এত বড় গর্ত তৈরির জন্য। অন্যদিকে কমিশনের প্রধান তুলিকা দাস জানান, যেখানে সবসময় বাচ্চারা খেলে সেখানে এত দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করতে পারে না বিএসএফ। বিএসএফ-এর কাছে এই বিষয়ের কারন জানতে চাওয়া হবে। আগামী দিনে তারা কি ধরনের ব্যবস্থা নেবেন এই সব কাজের ক্ষেত্রে সেবিষয়েও জবাব চাওয়া হবে। রাজ্যপাল কেন চোপড়ার এই মর্মান্তিক ঘটনার পর এলেন না সেই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করা হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version