Saturday, August 23, 2025

সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে টাকিতে অশান্তির। একের পর এক নাটকে গ্রেফতার দুই বিজেপি কর্মী। গ্রেফতারির ঘটনায় ক্ষুব্ধ দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিতে ক্ষুব্ধ বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, ১৪৪ জারি না থাকা সত্ত্বেও টাকিতে বিজেপিকে আটকানো হয়েছে। মহিলাদের আক্রমণ করা হয়েছে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানদের খোঁজ পাচ্ছে না পুলিশ, এদিকে একের পর এক বিজেপি কর্মীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান। কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এর পরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা দাবি করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০০০ কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে।
সন্দেশখালি আমি যাবই! আইনি সহায়তা নিয়ে যাব! বৃহস্পতিবার সন্দেশখালিতে যাওয়ার অনেক আগেই ফের আটকায় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু। পুলিশের বাধা পেয়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তায় বসে থাকেন শুভেন্দু। তিনি জানান, আদালত ১৪৪ ধারা তুলে দেওয়ার পর আজ আমরা নিয়ম মেনে চার জন বিধায়ক যাচ্ছিলাম। এরপরেও আটকানো হল। পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছি। পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।
শুভেন্দু এদিন বলেন, সন্দেশখালি আমি পৌঁছব। সম্পূর্ণ আইনি সহায়তা নিয়ে। আটকাতে পারবে না! সময় কথা বলবে। আমি এখানে ৪০ মিনিট বসে আছি। আরও খানিকক্ষণ থাকব। আমাকে ছাড়ার জন্য পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এটা আমার লাগবে কাজে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version