Thursday, August 28, 2025

সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে টাকিতে অশান্তির। একের পর এক নাটকে গ্রেফতার দুই বিজেপি কর্মী। গ্রেফতারির ঘটনায় ক্ষুব্ধ দল। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারিতে ক্ষুব্ধ বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, ১৪৪ জারি না থাকা সত্ত্বেও টাকিতে বিজেপিকে আটকানো হয়েছে। মহিলাদের আক্রমণ করা হয়েছে। বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। শাহজাহানদের খোঁজ পাচ্ছে না পুলিশ, এদিকে একের পর এক বিজেপি কর্মীদের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার গভীর রাতেই সন্দেশখালির ১৯ টি জায়গায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকালে টাকির হোটেলে গিয়ে সুকান্ত মজুমদারকে বিষয়টি জানান পুলিশ আধিকারিকরা। কর্মসূচি বাতিলের আর্জি জানান। কিন্তু তা মানতে রাজি হননি বিজেপি নেতা। এর পরই হোটেলের গেটে মোতায়েন করা হয় পুলিশ। বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা দাবি করেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ১০০০ কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে।
সন্দেশখালি আমি যাবই! আইনি সহায়তা নিয়ে যাব! বৃহস্পতিবার সন্দেশখালিতে যাওয়ার অনেক আগেই ফের আটকায় পুলিশ। সেখানেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু। পুলিশের বাধা পেয়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তায় বসে থাকেন শুভেন্দু। তিনি জানান, আদালত ১৪৪ ধারা তুলে দেওয়ার পর আজ আমরা নিয়ম মেনে চার জন বিধায়ক যাচ্ছিলাম। এরপরেও আটকানো হল। পুলিশ যে আটকেছে, সেটার প্রমাণ রাখছি। পুরো বিষয়টি নিয়ে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।
শুভেন্দু এদিন বলেন, সন্দেশখালি আমি পৌঁছব। সম্পূর্ণ আইনি সহায়তা নিয়ে। আটকাতে পারবে না! সময় কথা বলবে। আমি এখানে ৪০ মিনিট বসে আছি। আরও খানিকক্ষণ থাকব। আমাকে ছাড়ার জন্য পুনর্বিবেচনা করার অনুরোধ করছি। এটা আমার লাগবে কাজে।

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version