মুর্শিদাবাদের সালারে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী!

মুর্শিদাবাদের সালারে (Salar , Murshidabad) দুষ্কৃতীদের হাতে খুন হলেন তৃণমূল কর্মী (TMC worker)। স্থানীয় সূত্রে জানা যায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সুখচাঁদ শেখ (Sukhchand Sheikh) নামে ওই ব্যক্তি। সেইসময় কয়েকজন দুষ্কৃতী সেখানে পৌঁছে লাঠি, ছুরি নিয়ে অতর্কিতে হামলা চালায়। গুরুতর জখম হন ওই কর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। এই ঘটনায় কারা যুক্ত তা এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও বিরোধী দলের দিকে আঙ্গুল তুলছেন পরিবারের লোকেরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি গোটা ঘটনার তদন্তে পুলিশ।