Thursday, November 13, 2025

জমিদারি হটাও, বাংলা বাঁচাও: স্লোগান বেঁধে এখনই পথে নেমে লড়াইয়ের নির্দেশ অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, তিনি নির্দেশ দেন, “অপেক্ষা করার সময় নেই, এখনই বিজেপির (BJP) বিরুদ্ধে রাস্তায় নামুন”। এর জন্য কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। জানান, ১৮ থেকে ২৫ মার্চ রাজ্যজুড়ে অঞ্চল ভিত্তিক ৩৩০০ শিবির করবে তৃণমূল। জমিদারি হটাও, বাংলা বাঁচাও- লোকসভা নির্বাচনের আগে স্লোগান দিয়ে লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূলের বিরুদ্ধে সন্দেশখালি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধী রাম-বাম-কংগ্রেস। সন্দেশখালি নিয়ে চলছে বিরোধীদের রাজনৈতিক উস্কানি। এর বিরোধিতায় এদিনের বৈঠকে এই সব নিয়েই আন্দোলনের রূপরেখা জানিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)।

সন্দেশখালি নিয়ে যখন রাজ্যের শাসকদলকে আক্রমণের চেষ্টা করছে বিরোধীরা, তখন দিল্লিতে তৃণমূলের মহিলা সাংসদদের হেনস্থার ঘটনাকে তুলে ধরে রাস্তায় নামার নির্দেশ দেন অভিষেক। গত ৩ অক্টোবর ১০০ দিনের শ্রমিকদের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলেন। তার প্রতিবাদে এবার রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল। ভার্চুয়াল সভা থেকে অভিষেক নির্দেশ দেন, আর অপেক্ষা নয়, এখনই বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ঘটনায় সংসদীয় কমিটি সমন তলব করেছে। অভিষেক বলেন, বিজেপি সাংসদ গাড়ি থেকে পিছলে পড়ে যাওয়া নিয়ে সমন পাঠানো হয়েছে! যখন দিল্লিতে আমাদের সাংসদদের নির্মমভাবে লাঞ্ছনা করা হয়েছিল, মহিলা সাংসদদের চুল ধরে টেনে নিয়ে গিয়েছিল পুলিশ- তখন কোথায় ছিল এই সংসদীয় কমিটি! এই প্রশ্ন তোলার নির্দেশ দেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্দেশখালি ইস্যুতে বিজেপি, সিপিআই এবং বিজেপিকে একযোগে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে চোপড়া নিয়েও সরব হন অভিষেক। বিএসএফের গাফিলতির কারণে ৪টি শিশু প্রাণ হারিয়েছে। তা নিয়ে কেন বিরোধীরা চুপ। এই শিশুদের প্রাণের কোনও মূল্য নেই? প্রশ্ন তুলে আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই বিষয়ে রাজ্যপালের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন অভিষেক। তিনি জানান, আমাদের প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করে এবং তাঁকে চোপড়ার যাওয়ার কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা। কিন্তু এখনও সেখানে যাননি সিভি আনন্দ বোস। অথচ বিজেপির প্রতিনিধি দল যখন  তাঁকে সন্দেশখালি যেতে বলল, তখন ২৪ ঘণ্টার মধ্যে তিনি সেখানে চলে গেলেন। এটাতেই বোঝা যায়, তাঁর কাছে কাদের গুরুত্ব বেশি। এই সব বিষয় নিয়েই দ্রুত রাস্তায় নেমে দলীয় কর্মীদের প্রতিবাদের নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...