Thursday, November 6, 2025

নারী-সুরা-বিলাস! BJP সাংসদ সৌমিত্রের দ্বিতীয় বিয়ের খবরে বিস্ফোরক অভিযোগ প্রথম স্ত্রী সুজাতার

Date:

Share post:

“আমি যে সত্যি কথা বলেছিলাম সেটাই প্রমাণ হল।“ প্রাক্তন স্বামী বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ সৌমিত্র খাঁর (Soumrita Khan) দ্বিতীয় বিয়ের কথা শুনেই মন্তব্য সুজাতা মণ্ডলের (Sujata Mandal)। একই সঙ্গে বিজেপি সাংসদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন সুজাতা। সাংসদ হিসেবে কোনও দায়িত্ব পালন করেন না সৌমিত্র। শুধু ডুবে থাকেন সুরা-নারী আর বিলাসে- অভিযোগ সুজাতা। শুধু তাই নয়, সৌমিত্রর বর্তমান স্ত্রীর প্রথম স্বামীর মৃত্যু নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তাঁর প্রাক্তন স্ত্রী। ভ্যালেন্টাইনস ডে-তেই দ্বিতীয় বিয়ের কথা ফাঁস করেন বিজেপি সাংসদ।

প্রথমে সুজাতা মণ্ডলকে বিয়ে করেন সৌমিত্র খাঁ। ২০১৯-র লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আইনি বাধায় নিজের নির্বাচনী কেন্দ্র বিষ্ণুপুরের ঢুকতে পারতেন না। সেই সময় তাঁর হয়ে প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতাই। জয়ের পর এর কৃতিত্ব সুজাতাকেই দিয়েছিলেন বিজেপি সাংসদ। কিন্তু এরপর তাঁর জীবনযাপনের জন্যেই দুজনের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়। পরে তৃণমূলে সুজাতা যোগ দেওয়ার পরে তাঁদের সম্পর্কে ফাটল চওড়া হয়। সেই সময়ই সুজাতা অভিযোগ করেছিলেন একাধিক নারীসঙ্গ করেন সৌমিত্র। সেই সময়ই শিলিগুড়ির এই মহিলার কথা উল্লেখ করেন সৌমিত্রর তৎকালীন স্ত্রী। অভিযোগ ছিল, দলীয় কাজের নাম করে এই মহিলার সঙ্গে থাকেন বিষ্ণুপুরের সাংসদ।

সুজাতার (Sujata Mandal) সঙ্গে আইনি বিচ্ছেদের পরেই পেশায় আইনজীবী পারমিতা রায় চৌধুরী নামে এই মহিলাকে বিয়ে করেছেন সৌমিত্র খাঁ। ইনি শিলিগুড়ির বাসিন্দা। কিন্তু এতদিন সেই কথা প্রকাশ্যে আনেননি। স্ত্রীর সঙ্গে সোশ্যাল সাইটে ছবি প্রকাশ করে  লেখেন, শুভ জন্মদিন আমার স্ত্রী সোনা। এর পরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। সুজাতার অভিযোগ, পারমিতার প্রথম স্বামী বেঁচে থাকার সময়ই সৌমিত্র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। তখন সুজাতা সৌমিত্রর স্ত্রী। এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি সাংসদের প্রথম স্ত্রী। তাঁর কথায়, সৌমিত্র সাংসদ হওয়ার ৫ মাসের মধ্যেই গাড়ি দুর্ঘটনায় মৃ্ত্যু হয় পারমিতার প্রথম স্বামীর। এর মধ্যে কী যোগসূত্র রয়েছে? প্রশ্ন তুলে জল্পনা উস্কে দেন সুজাতা।

আরও পড়ুন: রোবটের ভুলে প্রাণ গেল ক্যানসারে আক্রান্ত মহিলার! প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে দায়ের মামলা

তবে, সংবাদমাধ্যমকে অবশ্য পারমিতা জানান, তাঁর প্রথম স্বামীর মৃ্ত্যুর পরে সৌমিত্রর সঙ্গে তাঁর পরিচয়। তখন তাঁর সন্তান ছোটো। দুই পরিবারের সম্মতিতেই তাঁরা বিয়ে করেছেন। তবে, স্যোশাল মিডিয়ায় পোস্ট ছাড়া এখনও বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি বিষ্ণুপুরের সাংসদ। কিন্তু প্রাক্তন স্বামীর হয়ে বিষ্ণুপুরের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন সুজাতা। তাঁর কথায়, সেখান মানুষের পাশে থাকেন না সৌমিত্র। এই বিজেপি সাংসদের হয়েই তিনি মানুষে আশীর্বাদ চেয়েছিলেন। শুধু তৃণমূল নয়, বিজেপি এমনকী নিজের সাংসদ এলাকার মানুষের পিঠে ছুরি মেরেছেন সৌমিত্র। শুধু নারী-সুরা-বিলাসে সময় কাটান বিজেপি সাংসদ। সেই সবের প্রতিবাদ করার জন্যেই তাঁর উপর অত্যাচার চলত বলে অভিযোগ সুজাতার। তাঁর দাবি, প্রাণ ভয়েই রাত তিনটের সময় বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি। সুজাতার কথায়, আমি যে সত্যি কথা বলেছিলাম, সে কথা এখন প্রমাণ হয়ে গেল।

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...