Monday, November 10, 2025

কোটি কোটি কালো টাকার উৎস কী? বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি উদ্ধবের শিবসেনার

Date:

রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে মোদি সরকারের ‘নির্বাচনী বন্ড’ (Election Bond) ব্যবস্থাকে বৃহস্পতিবারই ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক সুরেই স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলি। যদিও সুপ্রিম কোর্টের ধাক্কা সামলাতে এই মুহূর্তে মাথা খারাপ হওয়ার অবস্থা বিজেপির (BJP)। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই ঢোকে মোদি-অমিত শাহের দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বেকায়দায় কেন্দ্রের মোদি সরকার। তবে বিজেপির পাল্টা সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই ইস্যুতে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। এবার বিজেপির বিরুদ্ধেই ইডি তদন্তের দাবি জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shivsena)।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, “সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে মোদি সরকারের ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি একেবারেই অসাংবিধানিক ছিল। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। তিনি আরও অভিযোগ জানান, এই পরিমাণ টাকা কোথায় ব্যবহার হয়েছে? কে টাকা জমা করেছে এবং কীভাবে ওই টাকা ব্যবহার করা হয়েছে? বিজেপিকে অবিলম্বে এর উত্তর জনগণকে দিতেই হবে। সঞ্জয় মনে করিয়ে দেন, বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা এসেছে। আর সেকারণেই অবিলম্বে টাকা তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের দাবি জানান হয়েছে। রাউতের অভিযোগ ইতিমধ্যে বিজেপির অ্যাকাউন্টে অবৈধ উপায়ে ৭ হাজার কোটি টাকা এসেছে। সেই কালো টাকাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কালো টাকা দিয়ে একের পর এক রাজ্যের সাংসদ ও বিধায়কদের কিনে নিতে চাইছে। বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে, এটি শুধুমাত্র একটি অর্থ পাচারের মামলা। আর সেকারণেই এই মামলার তদন্তভার নিজের হাতে তুলে নেওয়া উচিত।

তবে সঞ্জয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব একেবারে বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। দলের সাফ দাবি মোদি সরকারের উচিত বিজেপির অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি কালো টাকা জমা হল তার সঠিক তদন্ত করা।

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version