Thursday, August 21, 2025

কোটি কোটি কালো টাকার উৎস কী? বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি উদ্ধবের শিবসেনার

Date:

রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে মোদি সরকারের ‘নির্বাচনী বন্ড’ (Election Bond) ব্যবস্থাকে বৃহস্পতিবারই ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক সুরেই স্বাগত জানিয়েছে বিরোধী দলগুলি। যদিও সুপ্রিম কোর্টের ধাক্কা সামলাতে এই মুহূর্তে মাথা খারাপ হওয়ার অবস্থা বিজেপির (BJP)। নির্বাচনী বন্ড চালু হওয়ার পর থেকে রাজনৈতিক অনুদানের বেশিরভাগই ঢোকে মোদি-অমিত শাহের দলের ঝুলিতে। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Loksabha Election) আগে বেকায়দায় কেন্দ্রের মোদি সরকার। তবে বিজেপির পাল্টা সাফাই, সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানানো উচিত। এই ইস্যুতে বিরোধীরা অহেতুক রাজনীতি করছে। এবার বিজেপির বিরুদ্ধেই ইডি তদন্তের দাবি জানাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (Shivsena)।

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, “সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে মোদি সরকারের ২০১৮ সালের নির্বাচনী বন্ড প্রকল্পটি একেবারেই অসাংবিধানিক ছিল। এই প্রকল্পের মাধ্যমে বিজেপি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকিয়েছে। তিনি আরও অভিযোগ জানান, এই পরিমাণ টাকা কোথায় ব্যবহার হয়েছে? কে টাকা জমা করেছে এবং কীভাবে ওই টাকা ব্যবহার করা হয়েছে? বিজেপিকে অবিলম্বে এর উত্তর জনগণকে দিতেই হবে। সঞ্জয় মনে করিয়ে দেন, বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি কালো টাকা এসেছে। আর সেকারণেই অবিলম্বে টাকা তছরুপ মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তের দাবি জানান হয়েছে। রাউতের অভিযোগ ইতিমধ্যে বিজেপির অ্যাকাউন্টে অবৈধ উপায়ে ৭ হাজার কোটি টাকা এসেছে। সেই কালো টাকাই বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। কালো টাকা দিয়ে একের পর এক রাজ্যের সাংসদ ও বিধায়কদের কিনে নিতে চাইছে। বেআইনি আর্থিক লেনদেন আইনের অধীনে, এটি শুধুমাত্র একটি অর্থ পাচারের মামলা। আর সেকারণেই এই মামলার তদন্তভার নিজের হাতে তুলে নেওয়া উচিত।

তবে সঞ্জয়ের সুরে সুর মিলিয়ে উদ্ধব একেবারে বিজেপির বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়েছেন। দলের সাফ দাবি মোদি সরকারের উচিত বিজেপির অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি কালো টাকা জমা হল তার সঠিক তদন্ত করা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version